ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

নিত্যপণ্যের বাজার তদারকিতে মার্চে নামবে বিশেষ টিম

  • আপডেট সময় : ০১:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এর মধ্যে কদিন বাদেই শুরু হবে রোজা। এ অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোজাকে সামনে রেখে মার্চ মাসে মাঠে নামবে অধিদপ্তরের বিশেষ টিম।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগরীর বিভিন্ন বাজার (পাইকারি ও খুচরা) সমিতির নেতাদের সঙ্গে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।
তিনি বলেন, ঢাকা সিটির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে চারটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে ৬টি টিম থাকবে। এছাড়া ৬৪ জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসাররা আছেন, তারাও বাজারে অভিযান পরিচালনা করবেন। রোজায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে যায় জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমাদের মজুত পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় আছে। তেলের যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, তা ঈদের দিন পর্যন্ত বলবৎ থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ক্যাবের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিত্যপণ্যের বাজার তদারকিতে মার্চে নামবে বিশেষ টিম

আপডেট সময় : ০১:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এর মধ্যে কদিন বাদেই শুরু হবে রোজা। এ অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোজাকে সামনে রেখে মার্চ মাসে মাঠে নামবে অধিদপ্তরের বিশেষ টিম।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগরীর বিভিন্ন বাজার (পাইকারি ও খুচরা) সমিতির নেতাদের সঙ্গে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।
তিনি বলেন, ঢাকা সিটির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে চারটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে ৬টি টিম থাকবে। এছাড়া ৬৪ জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসাররা আছেন, তারাও বাজারে অভিযান পরিচালনা করবেন। রোজায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে যায় জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমাদের মজুত পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় আছে। তেলের যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, তা ঈদের দিন পর্যন্ত বলবৎ থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ক্যাবের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।