বিনোদন প্রতিবেদক : রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’-এর জমকালো আসর। এবার আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে প্রবীণ দুই তারকা আনোয়ারা এবং রাইসুল ইসলাম আসাদকে। কিন্তু নিজ হাতে সেই পুরস্কার নেওয়া হলো না কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার।
কিন্তু কেন? এর জানিয়েছেন অভিনেত্রীর মেয়ে একসমেয়র জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। তিনি জানান, আনোয়ারা গুরুতর অসুস্থ। কাউকে চিনতে পারছেন না। কয়েকদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে এমন দুরাবস্থা হয়েছে বহু চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় করা আনোয়ারার।
মুক্তির কথায়, ‘মায়ের অবস্থা ভালো নয়। কয়েক দিন ধরে কাউকে চিনতে পারছেন। চোখেও ঝাপসা দেখছেন। কয়েকদিন আগে মার ব্রেন স্ট্রোক হয়। তখন থেকেই এই সমস্যা। আমাকেও চিনতে পারতেন না। তবে আল্লাহর রহমতে এখন একটু ভালো। এখন বাসায়ই চিকিৎসা চলছে। ডাক্তার বলেছেন, ধীরে ধীরে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তির সমস্যা ঠিক হয়ে যাবে।’
গত ১১ মার্চ রাতে ব্রেন স্ট্রোক করেন আনোয়ারা। তৎক্ষণাৎ তাকে রাজধানীর বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসা নেওয়ার পর তিনি বাসায় ফেরেন।
চলচ্চিত্রের দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ার আনোয়ারার। কাজ করেছেন সাড়ে ছয়শোরও বেশি ছবিতে। আট বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার তাকে দেওয়া হচ্ছে আজীবন সম্মাননা। কিন্তু অসুস্থ থাকায় কিংবদন্তি এই অভিনেত্রীর পুরস্কারটি গ্রহণ করেন তার একমাত্র সন্তান মেয়ে মুক্তি।
এই মুহূর্তে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ অনুষ্ঠান। সেখানে ২৭টি শাখায় মোট ২৮ জন শিল্পী ও কলাকুশলীকে পুরস্কৃত করা হবে। গত ১৫ ফেব্রুয়ারি পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এবারের আসরে উপস্থাপনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় জুটি ফেরদৌস ও পূর্ণিমা।
নিজ হাতে আজীবন সম্মাননা নেওয়া হলো না আনোয়ারার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ