ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

নিজ বাসায় হংকংয়ের জনপ্রিয় মডেল খুন

  • আপডেট সময় : ১২:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাসায় খুন হয়েছেন তুমুল জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটন। ব্যাংকক পোস্টের সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই ছুরিকাঘাতে হত্যা করা হয় ২৪ বছর বয়সি এই মডেলকে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেটনকে নয়বার ছুরিকাঘাত করা হয়েছে। এ হত্যাকাণ্ডে পুলিশের সন্দেহ তিনজনের দিকে। তার মধ্যে একজন ক্রেটনের স্বামী। বাকি দুইজন প্রতিবেশি, যারা ক্রেটনের স্বামীর চিৎকার শুনে ছুটে যান। পরে তারা ক্রেটনকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে যাওয়ার পর ক্রেটনের স্বামী অসংলগ্ন আচরণ করতে থাকেন। স্থানীয় পুলিশকে তিনি জানান, ক্রেটন মানসিক অবসাদে ভুগছিলেন এবং আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে চিকিৎসকরা বলছেন, এটি আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে। পুলিশ বলছে, হত্যার ঘটনাকে আড়াল করতে নাটক সাজিয়েছেন ক্রেটনের স্বামী। ২০১৮ সাল থেকে মডেলিং করছেন ক্রেটন। হংকংয়ে কয়েক বছর মডেলিংয়ের পর ব্যাংককে পাড়ি জমান তিনি। হংকংয়ের মডেল এজেন্সি ক্যালক্যারি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করেছেন ক্রেটন। সাউথ চায়না মর্নিং পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নিজ বাসায় হংকংয়ের জনপ্রিয় মডেল খুন

আপডেট সময় : ১২:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

বিনোদন ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাসায় খুন হয়েছেন তুমুল জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটন। ব্যাংকক পোস্টের সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই ছুরিকাঘাতে হত্যা করা হয় ২৪ বছর বয়সি এই মডেলকে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেটনকে নয়বার ছুরিকাঘাত করা হয়েছে। এ হত্যাকাণ্ডে পুলিশের সন্দেহ তিনজনের দিকে। তার মধ্যে একজন ক্রেটনের স্বামী। বাকি দুইজন প্রতিবেশি, যারা ক্রেটনের স্বামীর চিৎকার শুনে ছুটে যান। পরে তারা ক্রেটনকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে যাওয়ার পর ক্রেটনের স্বামী অসংলগ্ন আচরণ করতে থাকেন। স্থানীয় পুলিশকে তিনি জানান, ক্রেটন মানসিক অবসাদে ভুগছিলেন এবং আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে চিকিৎসকরা বলছেন, এটি আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে। পুলিশ বলছে, হত্যার ঘটনাকে আড়াল করতে নাটক সাজিয়েছেন ক্রেটনের স্বামী। ২০১৮ সাল থেকে মডেলিং করছেন ক্রেটন। হংকংয়ে কয়েক বছর মডেলিংয়ের পর ব্যাংককে পাড়ি জমান তিনি। হংকংয়ের মডেল এজেন্সি ক্যালক্যারি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করেছেন ক্রেটন। সাউথ চায়না মর্নিং পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।