নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে ঢাকা শহরের বিভিন্ন স্থাপনায় লাগানো পোস্টার নিজ খরচে তুলে নিতে চিঠি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তুলে না নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিঠিতে।
গতকাল বুধবার উত্তর সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় অবৈধভাবে যত্রতত্র পোস্টার লাগিয়ে যাচ্ছেন সাইফুদ্দিন আহমেদ মিলন। এর ফলে নগরীর সৌন্দর্য ব্যহত হচ্ছে এবং নগরী অপরিচ্ছন্ন হয়ে পড়ছে। এক্ষেত্রে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে অতিরিক্ত জনবল, অর্থ ও সময় নষ্ট হচ্ছে।
আরও বলা হয়েছে, এর আগে দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন ২০১২ প্রকাশ করা হয়েছে। এই আইন অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়ে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়, এমতাবস্থায় ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন এলাকায় যত্রতত্র পোস্টার লাগানো থেকে বিরত থাকা এবং লাগানো পোস্টারগুলো অবিলম্বে নিজ খরচে অপসারণ করার জন্য সাইফুদ্দিন আহমেদ মিলনকে অনুরোধ করা হয়েছে। অন্যথায়, সিটি করপোরেশন এসব পোস্টরসমূহ অপসারণ করলে সেই ব্যয় সাইফুদ্দিন আহমেদ মিলনকে বহন করতে হবে। এরপরও দেওয়াল লিখন পোস্টার লাগানো (নিয়ন্ত্রন) আইন, ২০১২ এর বিধান লঙ্ঘন করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজ খরচে পোস্টার সরাতে মিলনকে ডিএনসিসির চিঠি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ