নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির ছাত্র সায়ান ইউসুফ। সে একই প্রতিষ্ঠানের কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এ এফ এম ইউসুফ এবং স্কুল শাখার রসায়নের শিক্ষক শামীমা শাম্মীর ছেলে। লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের পাল বাড়ির বাসিন্দা তারা। আত্মীয়-স্বজনরা গ্রামের বাড়ি থাকলেও এই দম্পতি দুই ছেলেমেয়েকে নিয়ে উত্তরা ১০ নম্বর সেক্টরে ভাড়া বাসায় থাকতেন। তাদের ছোট মেয়ে ফারিসাও একই স্কুলে পড়শোনা করে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সায়ানের মরদেহ লক্ষ্মীপুর বশিকপুরের গ্রামের বাড়িতে আনা হয়। বিকালে বশিকপুরের গ্রামের বাড়িতে জানাযা শেষে সায়ানকে দাফন করা হয়। দুপুরে গ্রামের বাড়ি গিয়ে দেখা যায়, পরিবারের সবাই শোকে মূহ্যমান। বাড়িতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেছেন।
সায়ানের মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। পরিবারের সদস্যরা জানান, ক্লাসে থাকা অবস্থায় দগ্ধ হয় সায়ান। সেখান থেকে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে সায়ান মারা যায়।
একই ঘটনায় সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের রহিমবক্স হাজী বাড়ির আব্দুস সামাদের ছেলে আফনান ফায়াজও মারা যায়। তাকে সকালে ঢাকায় দাফন করা হয়েছে বলে পরিবার জানিয়েছে। আফনানও সপ্তম শ্রেণির ছাত্র ছিল।