ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

নিজের গলায় ছুরি মেরে গণমাধ্যমকর্মী বারী আত্মহত্যা করেন: পুলিশ

  • আপডেট সময় : ০২:১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি টেলিভিশন ডিবিসির সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার আব্দুল বারী নিজেই আত্মহত্যা করেছেন। এর আগে একটি দোকান থেকে তিনি নিজেই ছুরি কেনেন। যা দিয়ে তিনি শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে জখম হন বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।
গতকাল শনিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আমরা এক মাসেরও বেশি সময় ধরে ঘটনাটির পারিপার্শ্বিক সব বিষয় নিয়ে তদন্ত করি। তদন্তে দেখা গেছে, মানসিক অবসাদ থেকে গলা কেটে নিজেই আত্মহত্যা করেছেন বারী। মরদেহ উদ্ধারের সময় তার পাশে থাকা একটি ছুরিও উদ্ধার করা হয়।
‘পাশাপাশি ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, একটি দোকান থেকে বারী নিজেই ছুরি কিনেছেন। পরে বিভিন্ন স্থানে তিনি ঘোরাফেরাও করেন। গুলশান এলাকায় গিয়ে আত্মহত্যা করেন। যদিও আমরা প্রথমে এটিকে হত্যা বলেই ধরে নিয়েছিলাম। কিন্তু তদন্তে গিয়ে দেখা গেল যে তিনি আত্মহত্যা করেছেন। আমরা আদালতে সেভাবেই প্রতিবেদন দাখিল করব।’
উল্লেখ্য, গত ৭ জুন রাতে মহাখালীর বাসা থেকে বের হন বারী। এরপর আর বাসায় ফেরেননি। পরদিন সকালে তার মরদেহ গুলশান থানা পুলিশ উদ্ধার করে। তার গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। পরে এ ঘটনায় নিয়তের স্বজনেরা গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশের পাশাপাশি মামলাটি গোয়েন্দা পুলিশও ছায়া তদন্ত শুরু করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের গলায় ছুরি মেরে গণমাধ্যমকর্মী বারী আত্মহত্যা করেন: পুলিশ

আপডেট সময় : ০২:১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি টেলিভিশন ডিবিসির সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার আব্দুল বারী নিজেই আত্মহত্যা করেছেন। এর আগে একটি দোকান থেকে তিনি নিজেই ছুরি কেনেন। যা দিয়ে তিনি শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে জখম হন বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।
গতকাল শনিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আমরা এক মাসেরও বেশি সময় ধরে ঘটনাটির পারিপার্শ্বিক সব বিষয় নিয়ে তদন্ত করি। তদন্তে দেখা গেছে, মানসিক অবসাদ থেকে গলা কেটে নিজেই আত্মহত্যা করেছেন বারী। মরদেহ উদ্ধারের সময় তার পাশে থাকা একটি ছুরিও উদ্ধার করা হয়।
‘পাশাপাশি ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, একটি দোকান থেকে বারী নিজেই ছুরি কিনেছেন। পরে বিভিন্ন স্থানে তিনি ঘোরাফেরাও করেন। গুলশান এলাকায় গিয়ে আত্মহত্যা করেন। যদিও আমরা প্রথমে এটিকে হত্যা বলেই ধরে নিয়েছিলাম। কিন্তু তদন্তে গিয়ে দেখা গেল যে তিনি আত্মহত্যা করেছেন। আমরা আদালতে সেভাবেই প্রতিবেদন দাখিল করব।’
উল্লেখ্য, গত ৭ জুন রাতে মহাখালীর বাসা থেকে বের হন বারী। এরপর আর বাসায় ফেরেননি। পরদিন সকালে তার মরদেহ গুলশান থানা পুলিশ উদ্ধার করে। তার গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। পরে এ ঘটনায় নিয়তের স্বজনেরা গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশের পাশাপাশি মামলাটি গোয়েন্দা পুলিশও ছায়া তদন্ত শুরু করে।