ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

নিজেদের তৈরি এআই ডিজাইন মডেল আনল ক্যানভা

  • আপডেট সময় : ০৮:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক: ক্রিয়েটিভ সফটওয়্যার কোম্পানি ক্যানভা তাদের নিজস্ব এআইভিত্তিক ডিজাইন মডেল উন্মোচন করেছে। এটি ডিজাইনের লেয়ার ও ফরম্যাট বুঝে আরো উন্নত ডিজাইন তৈরি করতে পারে। এ ছাড়াও কোম্পানিটি নতুন পণ্য, আপডেটেড এআই অ্যাসিস্ট্যান্ট ও ডেটা ভিজুয়ালাইজেশন সুবিধাযুক্ত স্প্রেডশিট টুলসহ একাধিক ফিচারের ঘোষণা করেছে।

ক্যানভার নতুন ফাউন্ডেশনাল মডেলটি নিজস্ব ডিজাইন উপাদান ব্যবহার করে প্রশিক্ষিত। এটি শুধু সাধারণ ইমেজ নয় বরং এডিটেবল লেয়ার ও অবজেক্টসহ ডিজাইন তৈরি করে। ফলে ব্যবহারকারীরা একইসঙ্গে সোশাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন, ওয়েবসাইট বা হোয়াইটবোর্ডের মতো ভিন্ন ফরম্যাটে ডিজাইন তৈরি করতে পারবেন। ক্যানভার বৈশ্বিক পণ্য প্রধান রবার্ট কাওয়ালস্কি প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চকে বলেন, ‘প্রথমে আমরা ডিফিউশন মডেলের মাধ্যমে ফ্ল্যাট ইমেজ তৈরি করতাম। এখন ‘ওমনি মডেল’-এর মাধ্যমে ব্যবহারকারীরা সেই ইমেজগুলো আরো নিখুঁতভাবে এডিট করতে পারছেন। তবে ভিজুয়াল ডিজাইনের ক্ষেত্রে শুধু প্রম্পটের ওপর নির্ভর করতে গেলে অনেক সময় সীমাবদ্ধতা চলে আসে।’ তিনি যোগ করেন, ‘আমরা দেখেছি ব্যবহারকারীরা প্রম্পট দিয়ে শুরু করতে চান, এরপর আবার নিজেরাই সেই ডিজাইনে সরাসরি পরিবর্তন আনতে পারার স্বাধীনতাও চান।’ এর আগে কোম্পানিটি ক্যানভা এআই নামের একটি এআই অ্যাসিস্ট্যান্ট চালু করেছিল। এটি টেক্সট প্রম্পট থেকে ভিজুয়াল কনটেন্ট তৈরি করতে পারে। এখন থেকে এই অ্যাসিস্ট্যান্ট ক্যানভা প্ল্যাটফর্মের প্রতিটি অংশে যেমন ডিজাইন ট্যাব এবং এলিমেন্টস ট্যাবে পাওয়া যাবে।

নতুন ভার্সনে ব্যবহারকারীরা @মেনশন করে এই বটকে ট্যাগ করতে পারবেন। এতে প্রজেক্টে কাজ করার সময় টেক্সট বা মিডিয়া সাজেশনের সাহায্য পাওয়া যায়। পাশাপাশি, এআই এখন থ্রিডি অবজেক্ট তৈরি করতে ও যে কোনো ডিজাইনের আর্ট স্টাইল কপি করতে পারে। ক্যানভা এবার তাদের স্প্রেডশিট টুল ও অ্যাপ-বিল্ডিং ফিচারকে একসঙ্গে করেছে। ফলে ব্যবহারকারীরা স্প্রেডশিটে থাকা ডেটা ব্যবহার করে ইন্টারঅ্যাকটিভ ডেটা উইজেট তৈরি করতে পারবেন। এ ছাড়া কোম্পানিটি সম্প্রতি ‘ম্যাজিকব্রিফ’ নামের একটি বিজ্ঞাপন বিশ্লেষণ কোম্পানি কিনে নিয়েছে। এই টুলটিকে নিজেদের ডিজাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করে তারা চালু করছে ‘ক্যানভা গ্রো’। এটি একটি ‘অল-ইন-ওয়ান’ ‘এআই মার্কেটিং প্ল্যাটফর্ম’। এখানে ব্যবহারকারীরা একই জায়গা থেকে বিজ্ঞাপন তৈরি, বিশ্লেষণ এবং প্রকাশ তিনটিই করতে পারবেন। এমনকি এখান থেকে সরাসরি মেটাসহ বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রকাশের সুযোগও থাকবে।
ডিজাইন টুল ছাড়াও ক্যানভা এবার নতুন কিছু ফিচার এনেছে। এখন ব্যবহারকারীরা ক্যানভাতেই ফর্ম তৈরি করতে পারবেন। এটি গুগল ফর্মসের বিকল্প হিসেবে কাজ করবে। এ ছাড়া ক্যানভার মধ্যেই ইমেইল ডিজাইন, টেমপ্লেট ও লেআউট তৈরি করা যাবে। এসব ইমেইল ডিজাইন ব্র্যান্ডের নিজস্ব স্টাইল গাইড অনুসারে সাজানো যাবে। কোনো কোম্পানি চাইলে তাদের ব্র্যান্ডের রং, ফন্ট ও ডিজাইন অনুযায়ী ইমেইল কাস্টমাইজ করতে পারবে।

গত বছর ‘ক্যানভা এফিনিটি’ নামের একটি ডিজাইন সফটওয়্যার কিনে নেয়। সর্বশেষ ঘোষণায় কোম্পানিটি বলেছে, এখন থেকে এফিনিটি সবার জন্য একেবারে বিনামূল্যে থাকবে।

ক্যানভা আরো বলছে, তারা এফিনিটির ইন্টারফেইস বা কাজের ধরন নতুনভাবে সাজাচ্ছে। এখন সেখানে ভেক্টর, পিক্সেল ও লেআউট টুল সব একসঙ্গে পাওয়া যাবে। ব্যবহারকারীরা চাইলে এফিনিটিতে তৈরি করা ডিজাইন সরাসরি ক্যানভাতে নিয়ে যেতে পারবেন। এ ছাড়া ক্যানভা এআই এখন এফিনিটির মধ্যেই নতুন ইমেজ বা ডিজাইন তৈরি করতে সাহায্য করবে। দুই প্ল্যাটফর্ম একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আরো সহজভাবে কাজ করতে পারবে।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

নিজেদের তৈরি এআই ডিজাইন মডেল আনল ক্যানভা

আপডেট সময় : ০৮:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

প্রযুক্তি ডেস্ক: ক্রিয়েটিভ সফটওয়্যার কোম্পানি ক্যানভা তাদের নিজস্ব এআইভিত্তিক ডিজাইন মডেল উন্মোচন করেছে। এটি ডিজাইনের লেয়ার ও ফরম্যাট বুঝে আরো উন্নত ডিজাইন তৈরি করতে পারে। এ ছাড়াও কোম্পানিটি নতুন পণ্য, আপডেটেড এআই অ্যাসিস্ট্যান্ট ও ডেটা ভিজুয়ালাইজেশন সুবিধাযুক্ত স্প্রেডশিট টুলসহ একাধিক ফিচারের ঘোষণা করেছে।

ক্যানভার নতুন ফাউন্ডেশনাল মডেলটি নিজস্ব ডিজাইন উপাদান ব্যবহার করে প্রশিক্ষিত। এটি শুধু সাধারণ ইমেজ নয় বরং এডিটেবল লেয়ার ও অবজেক্টসহ ডিজাইন তৈরি করে। ফলে ব্যবহারকারীরা একইসঙ্গে সোশাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন, ওয়েবসাইট বা হোয়াইটবোর্ডের মতো ভিন্ন ফরম্যাটে ডিজাইন তৈরি করতে পারবেন। ক্যানভার বৈশ্বিক পণ্য প্রধান রবার্ট কাওয়ালস্কি প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চকে বলেন, ‘প্রথমে আমরা ডিফিউশন মডেলের মাধ্যমে ফ্ল্যাট ইমেজ তৈরি করতাম। এখন ‘ওমনি মডেল’-এর মাধ্যমে ব্যবহারকারীরা সেই ইমেজগুলো আরো নিখুঁতভাবে এডিট করতে পারছেন। তবে ভিজুয়াল ডিজাইনের ক্ষেত্রে শুধু প্রম্পটের ওপর নির্ভর করতে গেলে অনেক সময় সীমাবদ্ধতা চলে আসে।’ তিনি যোগ করেন, ‘আমরা দেখেছি ব্যবহারকারীরা প্রম্পট দিয়ে শুরু করতে চান, এরপর আবার নিজেরাই সেই ডিজাইনে সরাসরি পরিবর্তন আনতে পারার স্বাধীনতাও চান।’ এর আগে কোম্পানিটি ক্যানভা এআই নামের একটি এআই অ্যাসিস্ট্যান্ট চালু করেছিল। এটি টেক্সট প্রম্পট থেকে ভিজুয়াল কনটেন্ট তৈরি করতে পারে। এখন থেকে এই অ্যাসিস্ট্যান্ট ক্যানভা প্ল্যাটফর্মের প্রতিটি অংশে যেমন ডিজাইন ট্যাব এবং এলিমেন্টস ট্যাবে পাওয়া যাবে।

নতুন ভার্সনে ব্যবহারকারীরা @মেনশন করে এই বটকে ট্যাগ করতে পারবেন। এতে প্রজেক্টে কাজ করার সময় টেক্সট বা মিডিয়া সাজেশনের সাহায্য পাওয়া যায়। পাশাপাশি, এআই এখন থ্রিডি অবজেক্ট তৈরি করতে ও যে কোনো ডিজাইনের আর্ট স্টাইল কপি করতে পারে। ক্যানভা এবার তাদের স্প্রেডশিট টুল ও অ্যাপ-বিল্ডিং ফিচারকে একসঙ্গে করেছে। ফলে ব্যবহারকারীরা স্প্রেডশিটে থাকা ডেটা ব্যবহার করে ইন্টারঅ্যাকটিভ ডেটা উইজেট তৈরি করতে পারবেন। এ ছাড়া কোম্পানিটি সম্প্রতি ‘ম্যাজিকব্রিফ’ নামের একটি বিজ্ঞাপন বিশ্লেষণ কোম্পানি কিনে নিয়েছে। এই টুলটিকে নিজেদের ডিজাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করে তারা চালু করছে ‘ক্যানভা গ্রো’। এটি একটি ‘অল-ইন-ওয়ান’ ‘এআই মার্কেটিং প্ল্যাটফর্ম’। এখানে ব্যবহারকারীরা একই জায়গা থেকে বিজ্ঞাপন তৈরি, বিশ্লেষণ এবং প্রকাশ তিনটিই করতে পারবেন। এমনকি এখান থেকে সরাসরি মেটাসহ বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রকাশের সুযোগও থাকবে।
ডিজাইন টুল ছাড়াও ক্যানভা এবার নতুন কিছু ফিচার এনেছে। এখন ব্যবহারকারীরা ক্যানভাতেই ফর্ম তৈরি করতে পারবেন। এটি গুগল ফর্মসের বিকল্প হিসেবে কাজ করবে। এ ছাড়া ক্যানভার মধ্যেই ইমেইল ডিজাইন, টেমপ্লেট ও লেআউট তৈরি করা যাবে। এসব ইমেইল ডিজাইন ব্র্যান্ডের নিজস্ব স্টাইল গাইড অনুসারে সাজানো যাবে। কোনো কোম্পানি চাইলে তাদের ব্র্যান্ডের রং, ফন্ট ও ডিজাইন অনুযায়ী ইমেইল কাস্টমাইজ করতে পারবে।

গত বছর ‘ক্যানভা এফিনিটি’ নামের একটি ডিজাইন সফটওয়্যার কিনে নেয়। সর্বশেষ ঘোষণায় কোম্পানিটি বলেছে, এখন থেকে এফিনিটি সবার জন্য একেবারে বিনামূল্যে থাকবে।

ক্যানভা আরো বলছে, তারা এফিনিটির ইন্টারফেইস বা কাজের ধরন নতুনভাবে সাজাচ্ছে। এখন সেখানে ভেক্টর, পিক্সেল ও লেআউট টুল সব একসঙ্গে পাওয়া যাবে। ব্যবহারকারীরা চাইলে এফিনিটিতে তৈরি করা ডিজাইন সরাসরি ক্যানভাতে নিয়ে যেতে পারবেন। এ ছাড়া ক্যানভা এআই এখন এফিনিটির মধ্যেই নতুন ইমেজ বা ডিজাইন তৈরি করতে সাহায্য করবে। দুই প্ল্যাটফর্ম একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আরো সহজভাবে কাজ করতে পারবে।

আজকের প্রত্যাশা/কেএমএএ