ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

নিজেদের ‘কিংবদন্তি’ বলছেন গার্দিওলা

  • আপডেট সময় : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : শেষ ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে শিরোপা জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। হারের শঙ্কা দূর করে ঘুরে দাঁড়িয়ে অ্যাস্টন ভিলাকে হারিয়ে শিরোপা উদযাপন করেছে সিটিজেনরা। পেপ গার্দিওলার অধীনে শেষ পাঁচ মৌসুমের চারটিতেই লিগ শিরোপা জিতল সিটি। তাই শিরোপা নিশ্চিত করে গার্দিওলা বললেন, আমরা কিংবদন্তি। শেষ পাঁচ মৌসুমের চারটিতেই লিগ জিতে ম্যানচেস্টার সিটি বুঝিয়ে দিয়েছে তারা বাকি দল থেকে কতটা ভিন্ন ফুটবল খেলেছে। যদিও বাঁচা-মরার ম্যাচটি বেশ পীড়া দিয়েছে গার্দিওলাকে। ৭৪ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থাকার পর ৫ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচে ফিরে আসা সত্যি অসাধারণ। তাই ছেলেদের অসাধারণ বললেন পেপ গার্দিওলা। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ শেষে গার্দিওলা বলেন,’আমরা কিংবদন্তি। এই দেশে (ইংল্যান্ডে) গত পাঁচ মৌসুমের মধ্যে চার বার আমরা প্রিমিয়ার লিগ জিতেছি, এটা সম্ভব হয়েছে কারণ এই ছেলেরা খুব, খুব স্পেশাল। আমাদের সবাই মনে রাখবে। ‘ স্টিভেন জেরার্ডের দল সবটুকু চেষ্টা করেও শেষ পর্যন্ত সিটিকে আটকাতে পারেনি। ভিলাকে প্রশংসায় ভাসিয়েছেন গার্দিওলা,’শেষ ম্যাচটি সবসময়ই বিশেষ কিছু, অনেক আবেগের। অ্যাস্টন ভিলা নিজেদের উজাড় করে দিয়েছে, কিন্তু প্রথম গোলটি সবকিছু বদলে দিয়েছিল। আমাদের জবাব দিতেই হতো। ‘

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিজেদের ‘কিংবদন্তি’ বলছেন গার্দিওলা

আপডেট সময় : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২

ক্রীড়া ডেস্ক : শেষ ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে শিরোপা জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। হারের শঙ্কা দূর করে ঘুরে দাঁড়িয়ে অ্যাস্টন ভিলাকে হারিয়ে শিরোপা উদযাপন করেছে সিটিজেনরা। পেপ গার্দিওলার অধীনে শেষ পাঁচ মৌসুমের চারটিতেই লিগ শিরোপা জিতল সিটি। তাই শিরোপা নিশ্চিত করে গার্দিওলা বললেন, আমরা কিংবদন্তি। শেষ পাঁচ মৌসুমের চারটিতেই লিগ জিতে ম্যানচেস্টার সিটি বুঝিয়ে দিয়েছে তারা বাকি দল থেকে কতটা ভিন্ন ফুটবল খেলেছে। যদিও বাঁচা-মরার ম্যাচটি বেশ পীড়া দিয়েছে গার্দিওলাকে। ৭৪ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থাকার পর ৫ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচে ফিরে আসা সত্যি অসাধারণ। তাই ছেলেদের অসাধারণ বললেন পেপ গার্দিওলা। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ শেষে গার্দিওলা বলেন,’আমরা কিংবদন্তি। এই দেশে (ইংল্যান্ডে) গত পাঁচ মৌসুমের মধ্যে চার বার আমরা প্রিমিয়ার লিগ জিতেছি, এটা সম্ভব হয়েছে কারণ এই ছেলেরা খুব, খুব স্পেশাল। আমাদের সবাই মনে রাখবে। ‘ স্টিভেন জেরার্ডের দল সবটুকু চেষ্টা করেও শেষ পর্যন্ত সিটিকে আটকাতে পারেনি। ভিলাকে প্রশংসায় ভাসিয়েছেন গার্দিওলা,’শেষ ম্যাচটি সবসময়ই বিশেষ কিছু, অনেক আবেগের। অ্যাস্টন ভিলা নিজেদের উজাড় করে দিয়েছে, কিন্তু প্রথম গোলটি সবকিছু বদলে দিয়েছিল। আমাদের জবাব দিতেই হতো। ‘