ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন দীপিকা!

  • আপডেট সময় : ১১:০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : অতীতে মানসিক অবসাদের সঙ্গে দীর্ঘদিন ভুগেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। যা নিয়ে রাখঢাক না রেখে খোলাখুলি কথা বলেছেন। আরও একবার নিজের গল্প বললেন তিনি। বৃহস্পতিবার (৪ আগস্ট) মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দীপিকা। যেখানে এসে মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। পেশাগত জীবনের উত্থান পতন, সম্পর্কের টানাপড়েন সহ বেশকিছু বিষয় নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন দীপিকা। যা তাকে একটু একটু করে ভেঙে দিচ্ছিল।
পুরনো স্মৃতি স্মরণ করে ‘লিভ লাভ লাফ’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দীপিকা বলেন, ‘অকারণেই আমি ভেঙে পড়তাম। এমন দিন গেছে যখন ঘুম থেকে উঠতে ইচ্ছে করত না। শুধু ঘুমোতে চাইতাম। কারণ ঘুমিয়ে পড়লে সমস্যাগুলোর কথা ভুলে থাকা যেত। কখনও কখনও নিজেকে শেষ করে দিতে চাইতাম।’ মা-বাবাকে অবসাদের কথা জানাতে চাননি দীপিকা। তাদের সামনে চলত ‘ভালো থাকার’ অভিনয়। সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘আমার মা-বাবা বেঙ্গালুরুতে থাকতেন। ওরা যখন দেখা করতে আসতেন, তখন মানসিক ভাবে শক্ত থাকার অভিনয় করতাম। এখনও তাই করি। আমরা অভিভাবকদের দেখতে চাই যে আমরা ভালো আছি।’ শোনা যায়, রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণায় মানসিক অবসাদের দিকে ঠেলে দিয়েছিল তাকে। ঘুরে দাঁড়াতে মনোবিদেরও সাহায্য নিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে দুঃসময় কাটিয়ে ওঠেন অভিনেত্রী। আছেন নিজের সেরা সময়ে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে কোনোদিনই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না: মির্জা ফখরুল

নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন দীপিকা!

আপডেট সময় : ১১:০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২

বিনোদন ডেস্ক : অতীতে মানসিক অবসাদের সঙ্গে দীর্ঘদিন ভুগেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। যা নিয়ে রাখঢাক না রেখে খোলাখুলি কথা বলেছেন। আরও একবার নিজের গল্প বললেন তিনি। বৃহস্পতিবার (৪ আগস্ট) মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দীপিকা। যেখানে এসে মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। পেশাগত জীবনের উত্থান পতন, সম্পর্কের টানাপড়েন সহ বেশকিছু বিষয় নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন দীপিকা। যা তাকে একটু একটু করে ভেঙে দিচ্ছিল।
পুরনো স্মৃতি স্মরণ করে ‘লিভ লাভ লাফ’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দীপিকা বলেন, ‘অকারণেই আমি ভেঙে পড়তাম। এমন দিন গেছে যখন ঘুম থেকে উঠতে ইচ্ছে করত না। শুধু ঘুমোতে চাইতাম। কারণ ঘুমিয়ে পড়লে সমস্যাগুলোর কথা ভুলে থাকা যেত। কখনও কখনও নিজেকে শেষ করে দিতে চাইতাম।’ মা-বাবাকে অবসাদের কথা জানাতে চাননি দীপিকা। তাদের সামনে চলত ‘ভালো থাকার’ অভিনয়। সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘আমার মা-বাবা বেঙ্গালুরুতে থাকতেন। ওরা যখন দেখা করতে আসতেন, তখন মানসিক ভাবে শক্ত থাকার অভিনয় করতাম। এখনও তাই করি। আমরা অভিভাবকদের দেখতে চাই যে আমরা ভালো আছি।’ শোনা যায়, রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণায় মানসিক অবসাদের দিকে ঠেলে দিয়েছিল তাকে। ঘুরে দাঁড়াতে মনোবিদেরও সাহায্য নিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে দুঃসময় কাটিয়ে ওঠেন অভিনেত্রী। আছেন নিজের সেরা সময়ে।