ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬

নিজেকে যোগ্য ও দক্ষ করার আগেই বিয়ের ফল ডিভোর্স

  • আপডেট সময় : ০৬:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: বর্তমান প্রজন্মের সমস্যার শেষ নেই। তাদের প্রধান সমস্যা হলো- তরিা নিজেকে যোগ্য ও দক্ষ করার আগেই বিয়ে করে ফেলে। তারপর সংসারে অভাব। অভাব থেকে অশান্তি। ফলাফল ডিভোর্স। এই প্রজন্ম সময় ব্যয় করে ফেসবুক, টিকটক, আড্ডা আর ইউটিউব দেখে। নিজেকে যে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে সেটি তারা বোঝেই না। এই প্রজন্ম কোনো রকমে লেখাপড়া করলেও কর্মক্ষেত্রে গিয়ে ধাক্কা খায়। অনার্স পাস করলেও একপাতা দরখাস্ত লিখতে পারে না ইংরেজিতে। অবশ্য ক্ষমতাবান মামা চাচার জোরে অনেকে টিকে যায়। আর যাদের মামা চাচার জোর নেই, তারা হায়-আফসোস করে।

রুচির নিম্নমান: এতই খারাপ এই প্রজন্মের অনেক ছেলেমেয়ের রুচি এতই খারাপ যে, তারা একটা নৌকা ভাড়া করে। সেই নৌকাতে অশ্লীল গান বাজায় আর দুটা পতিতা ভাড়া করে নেয়। তারপর নৌকা চলে, সেই সাথে চলে তাদের নোংরা নাচ গান আর হাতাহাতি। সেগুলো তারা ভিডিও করে। ইউটিউবে দেয়। লাখ লাখ মানুষ সেই ভিডিও দেখে বিনোদন নেয়। এক এলাকার এই ঘটনা দেখে আরেক এলাকার পোলাপান উৎসাহ পায়। তারা চারজন মেয়ে ভাড়া করে। এই প্রজন্মের রুচিবোধ অতি কুৎসিত। এরা জ্ঞানহীন। এরা মগজহীণ। এরাই জাতির জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এদের আরেক নাম বখাটে। এরা রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দেয়। জটলা পাকিয়ে একজন আরেকজনের মোবাইলের দিকে তাকিয়ে থাকে।

টিকটকে ক্ষতি: টিকটক ক্ষতি করেছে এই প্রজন্মের সবচেয়ে বেশি। নিজেকে জনপ্রিয় করতে গিয়ে এরা সব রকম নোংরামি করতে প্রস্তুত। এরা বিভিন্ন দল করে নিয়েছে। চাঁদা তুলে এরা দলবেঁধে ‘হ্যাংআউট’ নাম দিয়ে বদমাইশি করে। এতা নির্ল্লজ হয় কি করে মানুষ? এরাই সৃষ্টির সেরা জীব? এদের মাথার ঠিক নেই। এরা রান্নাঘরে, ছাদে, ব্যস্ত রাস্তায়, শপিংমলে, ওয়াশরুমে যে কোনো জায়গায় এরা টিকটক করে। কুৎসিত অঙ্গভঙ্গি করে। এদেরকে জুতা পিটা করা দরকার দুইবেলা। বয়স্ক মহিলা, পুরুষ- এরাও কম যায় না। নোংরামিতে এই প্রজন্ম অনেক এগিয়ে আছে। দশ মিনিট তাদের টিকটক দেখলে সেটি পরিষ্কার বোঝা যায়। ফেসবুক, টিকটক আর ইউটিউব জুড়ে আছে এই প্রজন্মের নোংরামি। নোংরামি করে দশজন আর সেই নোংরামি দেখে দশ লাখ মানুষ।

জ্ঞান অর্জনে নেই মাতামাতি: জ্ঞান অর্জন নিয়ে এদের কোনো মাতামাতি নেই। সরকারও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আরেক শ্রেনীর প্রজন্ম আছে তারা মেয়ে পাগল। এরা দল বেঁধে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়মিত যায়। সেক্স করে। এটাই তাদের কাছে আধুনিকতা। আরেক শ্রেনীর প্রজন্ম মজেছে নেশায়। মাদক ছাড়া তাদের চলেই না। হোক সেটা গাঁজা, ইয়াবা অথবা মদ। প্রতিদিন খেতেই হবে। এটাই তাদের ফ্যাশন। এটাই তাদের স্টাইল। প্রতিা এলাকায় যেমন মাদক পাওয়া যায় ঠিক তেমনি প্রতিা এলাকায় আছে কিশোর গ্যাং। কিশোর গ্যাং হচ্ছে ছাত্রলীগের প্রতিচ্ছায়া। প্রায়ই এরা দা, চাপাটি নিয়ে ধাওয়া করে। এই প্রজন্ম বই পড়ে না। স্কুল কলেজের লেখাপড়ায় তাদের মন নেই। তারা জানে সরকার কাউকে ফেল করাবে না। পরীক্ষা দিলেই পাস।

প্রেম-ভালোবাসা: প্রেম ভালোবাসা এই প্রজন্মের মাথা খেয়ে ফেলেছে। স্কুলপড়ুয়া ছোট ছোট ছেলেমেয়ে প্রেম-ভালোবাসা করছে। তাদের প্রেম ভালোবাসার মধ্যে সুন্দর কিছু নেই। স্কুল ইউনিফর্ম পড়েই পার্কে যাচ্ছে, ফাস্টফুডের দোকান অথবা চলন্ত রিকশার মধ্যেই চুম্মাচাট্রি করছে। কোনো লজ্জা শরম নেই। কোনো বিকার নেই। কোনো দ্বিধা নেই। এইসব ছেলেমেয়েদের কি বাবা মা নেই? তারা কেন তাদের ছেলেমেয়ের খোজ নিচ্ছে না? বাবা মা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে। ছেলেমেয়ে নোংরামি করে বেড়াচ্ছে।

মুখের ভাষা: এই প্রজন্মের মুখের ভাষা অনেক খারাপ। তারা কুৎসিত গালি ছাড়া কথাই বলতে পারে না। হাতে হাতে মোবাইল। আছে ইন্টারনেট। রাত জেগে এরা পর্ণ ভিডিও দেখে। বিনা দ্বিধায় বলা যেতে পারে এই প্রজন্ম পঙ্গু প্রজন্ম। মেয়ে গুলো রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খায়। এই প্রজন্মের ছেলেমেয়েদের দেখলে মনে হয় লজ্জা শরম দুনিয়া থেকে উঠেই গেছে। মূলত স্মার্ট ফোন, ইন্টারনেট এই প্রজন্মকে জাহান্নামে নিয়ে গেছে। প্রতিা এলাকার চ্যাংড়া চ্যাংড়া পোলাপান রাজনীতি করে, অমুক ভাইয়ের আণ্ডারে। বড় ভাইরা তাদের সাহস দেয়, ভরসা দেয়। সবকিছু মিলিয়ে এই প্রজন্ম অন্ধকারে যাচ্ছে।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নির্বাচন নিয়ে সন্দেহ ও সংশয় ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার

নিজেকে যোগ্য ও দক্ষ করার আগেই বিয়ের ফল ডিভোর্স

আপডেট সময় : ০৬:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

লাইফস্টাইল ডেস্ক: বর্তমান প্রজন্মের সমস্যার শেষ নেই। তাদের প্রধান সমস্যা হলো- তরিা নিজেকে যোগ্য ও দক্ষ করার আগেই বিয়ে করে ফেলে। তারপর সংসারে অভাব। অভাব থেকে অশান্তি। ফলাফল ডিভোর্স। এই প্রজন্ম সময় ব্যয় করে ফেসবুক, টিকটক, আড্ডা আর ইউটিউব দেখে। নিজেকে যে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে সেটি তারা বোঝেই না। এই প্রজন্ম কোনো রকমে লেখাপড়া করলেও কর্মক্ষেত্রে গিয়ে ধাক্কা খায়। অনার্স পাস করলেও একপাতা দরখাস্ত লিখতে পারে না ইংরেজিতে। অবশ্য ক্ষমতাবান মামা চাচার জোরে অনেকে টিকে যায়। আর যাদের মামা চাচার জোর নেই, তারা হায়-আফসোস করে।

রুচির নিম্নমান: এতই খারাপ এই প্রজন্মের অনেক ছেলেমেয়ের রুচি এতই খারাপ যে, তারা একটা নৌকা ভাড়া করে। সেই নৌকাতে অশ্লীল গান বাজায় আর দুটা পতিতা ভাড়া করে নেয়। তারপর নৌকা চলে, সেই সাথে চলে তাদের নোংরা নাচ গান আর হাতাহাতি। সেগুলো তারা ভিডিও করে। ইউটিউবে দেয়। লাখ লাখ মানুষ সেই ভিডিও দেখে বিনোদন নেয়। এক এলাকার এই ঘটনা দেখে আরেক এলাকার পোলাপান উৎসাহ পায়। তারা চারজন মেয়ে ভাড়া করে। এই প্রজন্মের রুচিবোধ অতি কুৎসিত। এরা জ্ঞানহীন। এরা মগজহীণ। এরাই জাতির জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এদের আরেক নাম বখাটে। এরা রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দেয়। জটলা পাকিয়ে একজন আরেকজনের মোবাইলের দিকে তাকিয়ে থাকে।

টিকটকে ক্ষতি: টিকটক ক্ষতি করেছে এই প্রজন্মের সবচেয়ে বেশি। নিজেকে জনপ্রিয় করতে গিয়ে এরা সব রকম নোংরামি করতে প্রস্তুত। এরা বিভিন্ন দল করে নিয়েছে। চাঁদা তুলে এরা দলবেঁধে ‘হ্যাংআউট’ নাম দিয়ে বদমাইশি করে। এতা নির্ল্লজ হয় কি করে মানুষ? এরাই সৃষ্টির সেরা জীব? এদের মাথার ঠিক নেই। এরা রান্নাঘরে, ছাদে, ব্যস্ত রাস্তায়, শপিংমলে, ওয়াশরুমে যে কোনো জায়গায় এরা টিকটক করে। কুৎসিত অঙ্গভঙ্গি করে। এদেরকে জুতা পিটা করা দরকার দুইবেলা। বয়স্ক মহিলা, পুরুষ- এরাও কম যায় না। নোংরামিতে এই প্রজন্ম অনেক এগিয়ে আছে। দশ মিনিট তাদের টিকটক দেখলে সেটি পরিষ্কার বোঝা যায়। ফেসবুক, টিকটক আর ইউটিউব জুড়ে আছে এই প্রজন্মের নোংরামি। নোংরামি করে দশজন আর সেই নোংরামি দেখে দশ লাখ মানুষ।

জ্ঞান অর্জনে নেই মাতামাতি: জ্ঞান অর্জন নিয়ে এদের কোনো মাতামাতি নেই। সরকারও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আরেক শ্রেনীর প্রজন্ম আছে তারা মেয়ে পাগল। এরা দল বেঁধে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়মিত যায়। সেক্স করে। এটাই তাদের কাছে আধুনিকতা। আরেক শ্রেনীর প্রজন্ম মজেছে নেশায়। মাদক ছাড়া তাদের চলেই না। হোক সেটা গাঁজা, ইয়াবা অথবা মদ। প্রতিদিন খেতেই হবে। এটাই তাদের ফ্যাশন। এটাই তাদের স্টাইল। প্রতিা এলাকায় যেমন মাদক পাওয়া যায় ঠিক তেমনি প্রতিা এলাকায় আছে কিশোর গ্যাং। কিশোর গ্যাং হচ্ছে ছাত্রলীগের প্রতিচ্ছায়া। প্রায়ই এরা দা, চাপাটি নিয়ে ধাওয়া করে। এই প্রজন্ম বই পড়ে না। স্কুল কলেজের লেখাপড়ায় তাদের মন নেই। তারা জানে সরকার কাউকে ফেল করাবে না। পরীক্ষা দিলেই পাস।

প্রেম-ভালোবাসা: প্রেম ভালোবাসা এই প্রজন্মের মাথা খেয়ে ফেলেছে। স্কুলপড়ুয়া ছোট ছোট ছেলেমেয়ে প্রেম-ভালোবাসা করছে। তাদের প্রেম ভালোবাসার মধ্যে সুন্দর কিছু নেই। স্কুল ইউনিফর্ম পড়েই পার্কে যাচ্ছে, ফাস্টফুডের দোকান অথবা চলন্ত রিকশার মধ্যেই চুম্মাচাট্রি করছে। কোনো লজ্জা শরম নেই। কোনো বিকার নেই। কোনো দ্বিধা নেই। এইসব ছেলেমেয়েদের কি বাবা মা নেই? তারা কেন তাদের ছেলেমেয়ের খোজ নিচ্ছে না? বাবা মা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে। ছেলেমেয়ে নোংরামি করে বেড়াচ্ছে।

মুখের ভাষা: এই প্রজন্মের মুখের ভাষা অনেক খারাপ। তারা কুৎসিত গালি ছাড়া কথাই বলতে পারে না। হাতে হাতে মোবাইল। আছে ইন্টারনেট। রাত জেগে এরা পর্ণ ভিডিও দেখে। বিনা দ্বিধায় বলা যেতে পারে এই প্রজন্ম পঙ্গু প্রজন্ম। মেয়ে গুলো রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খায়। এই প্রজন্মের ছেলেমেয়েদের দেখলে মনে হয় লজ্জা শরম দুনিয়া থেকে উঠেই গেছে। মূলত স্মার্ট ফোন, ইন্টারনেট এই প্রজন্মকে জাহান্নামে নিয়ে গেছে। প্রতিা এলাকার চ্যাংড়া চ্যাংড়া পোলাপান রাজনীতি করে, অমুক ভাইয়ের আণ্ডারে। বড় ভাইরা তাদের সাহস দেয়, ভরসা দেয়। সবকিছু মিলিয়ে এই প্রজন্ম অন্ধকারে যাচ্ছে।

আজকের প্রত্যাশা/কেএমএএ