ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নিজেকেও কাঠগড়ায় দাঁড় করালেন রোহিত

  • আপডেট সময় : ১১:০০:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : যে জুটি ভাঙতে পারত ১১ রানে, সেই জুটিতে এলো ৭৬ রান। যে ব্যাটসম্যান আউট হতে পারতেন ২০ রানে, সেই এইডেন মারক্রাম করলেন ফিফটি। শুধু তাকেই তিনবার ফেরানোর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের জন্য তাই নিজেদের বাজে ফিল্ডিংকে দুষলেন অধিনায়ক রোহিত শর্মা, যিনি নিজেই হাতছাড়া করেন রান আউট করার দুটি সুযোগ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে রোববার পার্থে ১৩৩ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ভালোই চেপে ধরে ভারত। পাওয়ার প্লের মধ্যে ২৪ রান তুলতেই শুরুর তিন ব্যাটসম্যানকে হারায় প্রোটিয়ারা। নবম ওভারে স্কোর হয়ে যেতে পারত ৪ উইকেটে ৩৫। হার্দিক পান্ডিয়াকে কাভারের দিকে খেলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন ডেভিড মিলার। তার ডাকে সাড়া দিয়ে বেরিয়ে যান মারক্রাম। তবে বিপদ বুঝতে পেরে সিদ্ধান্ত বদলান দুজন। রোহিত বল ধরে নন-স্ট্রাইকার প্রান্তে থ্রো করে স্টাম্পে লাগাতে পারেননি। লাগলে আউট হতেন মারক্রাম। এরপর দ্বাদশ ওভারে ডিপ মিডউইকেটে মারক্রামের সহজ ক্যাচ দুইবারের চেষ্টায়ও মুঠোয় জমাতে ব্যর্থ হন বিরাট কোহলি, যিনি দলের সেরা ফিল্ডারদের একজন। বোলার রবিচন্দ্রন অশ্বিন বিশ্বাসই করতে পারছিলেন না। তখন ৩৫ রানে থাকা মারক্রামকে পরের ওভারে রান আউট করার আরেকটি সুযোগ হারান রোহিত। মোহাম্মদ শামির বল ঠিকমতো খেলতে পারেননি মিলার। সিঙ্গেলের জন্য ছোটেন দুই ব্যাটসম্যান। কাভার থেকে দৌড়ে বল ধরে অনেকটা কাছাকাছি গিয়ে থ্রো করেও স্ট্রাইকার প্রান্তে বল স্টাম্পে লাগাতে পারেননি রোহিত, মারক্রাম তখন অনেকটা দূরে।
তিনবার আউট হতে হতে বেঁচে গিয়ে মারক্রাম খেলেন ৪১ বলে ৫২ রানের ইনিংস। সঙ্গে মিলারের ৪৬ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংসে ২ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুযোগগুলি কাজে লাগাতে না পারার আক্ষেপ ঝরল রোহিতের কণ্ঠে। বাজে ফিল্ডিংয়ের জন্য তিনি কাঠগড়ায় তুললেন নিজেকেও। “আমরা কিছুটা বাজে ফিল্ডিং করেছি। ফিল্ডিংয়ে আমরা অনেক বেশি সুযোগ দিয়েছি (প্রতিপক্ষকে), আমরা নিখুঁত ছিলাম না। আগেও এমন ঠান্ডা কন্ডিশনে খেলেছি, তাই এটি মোটেও অজুহাত নয়।” “আগের দুটি ম্যাচে আমরা ফিল্ডিংয়ে বেশ ভালো করেছিলাম, সেই ধারাবাহিকতা এই বিভাগে আমরা ধরে রাখতে চাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। আমরা কয়েকটি রান আউট মিস করেছি, আমি নিজেও করেছি।” এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানালেন ভারত অধিনায়ক। “আমাদের মাথা উঁচুতে রাখতে হবে, সামনে কী আছে, তা নিয়ে ভাবতে হবে। এই ধরনের ম্যাচগুলিতে আমাদের কী করা দরকার, সেই শিক্ষা এই ম্যাচ থেকে নিতে হবে।” পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর পর ভারতের প্রথম হার এটি। পরবর্তী ম্যাচে আগামী বুধবার বাংলাদেশের মুখোমুখি হবে প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিজেকেও কাঠগড়ায় দাঁড় করালেন রোহিত

আপডেট সময় : ১১:০০:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : যে জুটি ভাঙতে পারত ১১ রানে, সেই জুটিতে এলো ৭৬ রান। যে ব্যাটসম্যান আউট হতে পারতেন ২০ রানে, সেই এইডেন মারক্রাম করলেন ফিফটি। শুধু তাকেই তিনবার ফেরানোর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের জন্য তাই নিজেদের বাজে ফিল্ডিংকে দুষলেন অধিনায়ক রোহিত শর্মা, যিনি নিজেই হাতছাড়া করেন রান আউট করার দুটি সুযোগ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে রোববার পার্থে ১৩৩ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ভালোই চেপে ধরে ভারত। পাওয়ার প্লের মধ্যে ২৪ রান তুলতেই শুরুর তিন ব্যাটসম্যানকে হারায় প্রোটিয়ারা। নবম ওভারে স্কোর হয়ে যেতে পারত ৪ উইকেটে ৩৫। হার্দিক পান্ডিয়াকে কাভারের দিকে খেলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন ডেভিড মিলার। তার ডাকে সাড়া দিয়ে বেরিয়ে যান মারক্রাম। তবে বিপদ বুঝতে পেরে সিদ্ধান্ত বদলান দুজন। রোহিত বল ধরে নন-স্ট্রাইকার প্রান্তে থ্রো করে স্টাম্পে লাগাতে পারেননি। লাগলে আউট হতেন মারক্রাম। এরপর দ্বাদশ ওভারে ডিপ মিডউইকেটে মারক্রামের সহজ ক্যাচ দুইবারের চেষ্টায়ও মুঠোয় জমাতে ব্যর্থ হন বিরাট কোহলি, যিনি দলের সেরা ফিল্ডারদের একজন। বোলার রবিচন্দ্রন অশ্বিন বিশ্বাসই করতে পারছিলেন না। তখন ৩৫ রানে থাকা মারক্রামকে পরের ওভারে রান আউট করার আরেকটি সুযোগ হারান রোহিত। মোহাম্মদ শামির বল ঠিকমতো খেলতে পারেননি মিলার। সিঙ্গেলের জন্য ছোটেন দুই ব্যাটসম্যান। কাভার থেকে দৌড়ে বল ধরে অনেকটা কাছাকাছি গিয়ে থ্রো করেও স্ট্রাইকার প্রান্তে বল স্টাম্পে লাগাতে পারেননি রোহিত, মারক্রাম তখন অনেকটা দূরে।
তিনবার আউট হতে হতে বেঁচে গিয়ে মারক্রাম খেলেন ৪১ বলে ৫২ রানের ইনিংস। সঙ্গে মিলারের ৪৬ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংসে ২ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুযোগগুলি কাজে লাগাতে না পারার আক্ষেপ ঝরল রোহিতের কণ্ঠে। বাজে ফিল্ডিংয়ের জন্য তিনি কাঠগড়ায় তুললেন নিজেকেও। “আমরা কিছুটা বাজে ফিল্ডিং করেছি। ফিল্ডিংয়ে আমরা অনেক বেশি সুযোগ দিয়েছি (প্রতিপক্ষকে), আমরা নিখুঁত ছিলাম না। আগেও এমন ঠান্ডা কন্ডিশনে খেলেছি, তাই এটি মোটেও অজুহাত নয়।” “আগের দুটি ম্যাচে আমরা ফিল্ডিংয়ে বেশ ভালো করেছিলাম, সেই ধারাবাহিকতা এই বিভাগে আমরা ধরে রাখতে চাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। আমরা কয়েকটি রান আউট মিস করেছি, আমি নিজেও করেছি।” এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানালেন ভারত অধিনায়ক। “আমাদের মাথা উঁচুতে রাখতে হবে, সামনে কী আছে, তা নিয়ে ভাবতে হবে। এই ধরনের ম্যাচগুলিতে আমাদের কী করা দরকার, সেই শিক্ষা এই ম্যাচ থেকে নিতে হবে।” পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর পর ভারতের প্রথম হার এটি। পরবর্তী ম্যাচে আগামী বুধবার বাংলাদেশের মুখোমুখি হবে প্রথম আসরের চ্যাম্পিয়নরা।