ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

নিখোঁজ পাঁচ মাদ্রাসাছাত্রী উদ্ধার

  • আপডেট সময় : ১১:১৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

জয়পুরহাট সংবাদদাতা: দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ বয় ব্যান্ড বিটিএসে আসক্ত হয়ে দল গড়তে মাদ্রাসা থেকে ৫ শিক্ষার্থীর পালানোর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ৬ সেপ্টেম্বর ভোরে জয়পুরহাটের কালাই উপজেলার চাকলমুয়া সহীহ সুন্নাহ বালিকা মাদ্রাসার আবাসিক থেকে ওই পাঁচ ছাত্রী পালায়।এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক কামরুন্নাহার শিমু থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তাদের উদ্ধার করে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, চাকলমুয়া সহীহ সুন্নাহ বালিকা মাদ্রাসায় বর্তমানে ৫৫ ছাত্রী পড়াশোনা করছে। ৫০ ছাত্রী মাদ্রাসার আবাসিকে থাকে। গত বৃহস্পতিবার রাতে খাবার খাওয়া শেষে ছাত্রীরা ঘুমিয়ে পড়ে। শুক্রবার ভোরে ছাত্রীদের ফজরের নামাজ আদায়ের জন্য তত্ত্বাবধায়ক মঞ্জুয়ারা আবাসিকের দরজা খুলে দেন। এরপর মাদ্রাসার পরিচালক ফিরোজ হোসেনের মেয়েসহ পাঁচ ছাত্রী বাইরে গিয়ে আর ফিরে আসেনি। এরপর মাদ্রাসার কর্তৃপক্ষ অন্য চার শিক্ষার্থীর বাসায় খোঁজ নেয়, তারা কেউই বাসায় যায়নি। নিখোঁজ পাঁচ শিক্ষার্থীর মধ্যে তিনজনের বাক্সে একটি করে চিরকুট পাওয়া যায়।এরপর পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের খোঁজ শুরু করে। এর একপর্যায়ে শুক্রবার রাতে বগুড়া বাস কাউন্টার থেকে তাদের আটক করে কালাই থানায় আনা হয়। এরপর মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
মাদ্রাসা পরিচালক ফিরোজ হোসেন বলেন, শুক্রবার ভোরে মাদ্রাসার আবাসিকের পাঁচ শিক্ষার্থীর নিখোঁজ হয়েছিল। এঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়। কালাই থানায় উপ-পরির্দশক (এসআই) তোফায়েল আহাম্মেদ বলেন, মাদ্রাসার নিখোঁজ পাঁচ শিক্ষার্থী ছুটিতে নিজ বাড়িতে গেলে মোবাইলে দক্ষিণ
কোরিয়ার ব্যান্ড দল বিটিএস এর গান শুনতো। এতে তারা বিটিএসের গানে আসক্ত হয়ে পড়ে। তারা পরিকল্পনা করে মাদ্রাসা থেকে পালিয়ে ঢাকায় গিয়ে কাজ করবে এবং টাকা জোগাড় করে বিটিএস দল করেব। এ কারণে তারা মাদ্রাসা থেকে পালিয়েছিল।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিখোঁজ পাঁচ মাদ্রাসাছাত্রী উদ্ধার

আপডেট সময় : ১১:১৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

জয়পুরহাট সংবাদদাতা: দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ বয় ব্যান্ড বিটিএসে আসক্ত হয়ে দল গড়তে মাদ্রাসা থেকে ৫ শিক্ষার্থীর পালানোর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ৬ সেপ্টেম্বর ভোরে জয়পুরহাটের কালাই উপজেলার চাকলমুয়া সহীহ সুন্নাহ বালিকা মাদ্রাসার আবাসিক থেকে ওই পাঁচ ছাত্রী পালায়।এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক কামরুন্নাহার শিমু থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তাদের উদ্ধার করে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, চাকলমুয়া সহীহ সুন্নাহ বালিকা মাদ্রাসায় বর্তমানে ৫৫ ছাত্রী পড়াশোনা করছে। ৫০ ছাত্রী মাদ্রাসার আবাসিকে থাকে। গত বৃহস্পতিবার রাতে খাবার খাওয়া শেষে ছাত্রীরা ঘুমিয়ে পড়ে। শুক্রবার ভোরে ছাত্রীদের ফজরের নামাজ আদায়ের জন্য তত্ত্বাবধায়ক মঞ্জুয়ারা আবাসিকের দরজা খুলে দেন। এরপর মাদ্রাসার পরিচালক ফিরোজ হোসেনের মেয়েসহ পাঁচ ছাত্রী বাইরে গিয়ে আর ফিরে আসেনি। এরপর মাদ্রাসার কর্তৃপক্ষ অন্য চার শিক্ষার্থীর বাসায় খোঁজ নেয়, তারা কেউই বাসায় যায়নি। নিখোঁজ পাঁচ শিক্ষার্থীর মধ্যে তিনজনের বাক্সে একটি করে চিরকুট পাওয়া যায়।এরপর পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের খোঁজ শুরু করে। এর একপর্যায়ে শুক্রবার রাতে বগুড়া বাস কাউন্টার থেকে তাদের আটক করে কালাই থানায় আনা হয়। এরপর মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
মাদ্রাসা পরিচালক ফিরোজ হোসেন বলেন, শুক্রবার ভোরে মাদ্রাসার আবাসিকের পাঁচ শিক্ষার্থীর নিখোঁজ হয়েছিল। এঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়। কালাই থানায় উপ-পরির্দশক (এসআই) তোফায়েল আহাম্মেদ বলেন, মাদ্রাসার নিখোঁজ পাঁচ শিক্ষার্থী ছুটিতে নিজ বাড়িতে গেলে মোবাইলে দক্ষিণ
কোরিয়ার ব্যান্ড দল বিটিএস এর গান শুনতো। এতে তারা বিটিএসের গানে আসক্ত হয়ে পড়ে। তারা পরিকল্পনা করে মাদ্রাসা থেকে পালিয়ে ঢাকায় গিয়ে কাজ করবে এবং টাকা জোগাড় করে বিটিএস দল করেব। এ কারণে তারা মাদ্রাসা থেকে পালিয়েছিল।