ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশের মেয়েরা

  • আপডেট সময় : ১০:১৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ক্রাইস্টচার্চে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৩২ রানে অলআউট হয়ে বিব্রতকর হার জুটেছিল বাংলাদেশের মেয়েদের। রোববার ডানেডিনে দ্বিতীয় ম্যাচে তেমন ধসের মুখোমুখি না হলেও সিরিজ হার এড়াতে পারলো না নিগার সুলতানা জ্যোতির দল। ৩৭ রানে হেরেছে অতিথিরা। তিন ম্যাচের সিরিজ একটি হাতে রেখেই ২-০ তে জিতলো নিউ জিল্যান্ড। টস জিতে আগে ব্যাট করতে নামে নিউ জিল্যান্ড। মারুফা আক্তার তার টানা দুই ওভারে দুটি উইকেট নিয়ে দারুণ শুরু এনে দেন। পাওয়ার প্লেতে ২৯ রানেই সোফি ডিভাইন (২০) ও জর্জিয়া প্লিমারকে (৩) হারায় স্বাগতিকরা। তবে মিডল অর্ডারে অ্যামেলিয়া কার ও ম্যাডি গ্রিনের ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়ায় নিউ জিল্যান্ড। ৪ উইকেটে ১৪৮ রান করে স্বাগতিকরা। কার ৩০ বলে ৫ চারে ৪৬ ও গ্রিন ২৫ বলে ৪ চারে ৩৭ রানে অপরাজিত ছিলেন। মারুফার পর নিউ জিল্যান্ডের বাকি দুটি উইকেট ভাগাভাগি করেন রিতু মনি ও রুমানা আহমেদ। লক্ষ্যে নেমে ১৪ রানে দুটি উইকেট হারায় বাংলাদেশ। এরপর শারমিন আক্তার ও নিগারের প্রতিরোধ। দলীয় ৫৯ রানে এই জুটি ভাঙলে আর ঘুরে দাঁড়াতে পারেনি অতিথিরা। প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই হয়েছেন রানআউট। ৮ উইকেটে ১১১ রানে থামে বাংলাদেশ। সর্বোচ্চ ৩১ রান করেন নিগার। ২২ রান করেন শারমিন ও ১৫ রান আসে ফারজানা হকের ব্যাটে। আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ১০:১৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : ক্রাইস্টচার্চে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৩২ রানে অলআউট হয়ে বিব্রতকর হার জুটেছিল বাংলাদেশের মেয়েদের। রোববার ডানেডিনে দ্বিতীয় ম্যাচে তেমন ধসের মুখোমুখি না হলেও সিরিজ হার এড়াতে পারলো না নিগার সুলতানা জ্যোতির দল। ৩৭ রানে হেরেছে অতিথিরা। তিন ম্যাচের সিরিজ একটি হাতে রেখেই ২-০ তে জিতলো নিউ জিল্যান্ড। টস জিতে আগে ব্যাট করতে নামে নিউ জিল্যান্ড। মারুফা আক্তার তার টানা দুই ওভারে দুটি উইকেট নিয়ে দারুণ শুরু এনে দেন। পাওয়ার প্লেতে ২৯ রানেই সোফি ডিভাইন (২০) ও জর্জিয়া প্লিমারকে (৩) হারায় স্বাগতিকরা। তবে মিডল অর্ডারে অ্যামেলিয়া কার ও ম্যাডি গ্রিনের ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়ায় নিউ জিল্যান্ড। ৪ উইকেটে ১৪৮ রান করে স্বাগতিকরা। কার ৩০ বলে ৫ চারে ৪৬ ও গ্রিন ২৫ বলে ৪ চারে ৩৭ রানে অপরাজিত ছিলেন। মারুফার পর নিউ জিল্যান্ডের বাকি দুটি উইকেট ভাগাভাগি করেন রিতু মনি ও রুমানা আহমেদ। লক্ষ্যে নেমে ১৪ রানে দুটি উইকেট হারায় বাংলাদেশ। এরপর শারমিন আক্তার ও নিগারের প্রতিরোধ। দলীয় ৫৯ রানে এই জুটি ভাঙলে আর ঘুরে দাঁড়াতে পারেনি অতিথিরা। প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই হয়েছেন রানআউট। ৮ উইকেটে ১১১ রানে থামে বাংলাদেশ। সর্বোচ্চ ৩১ রান করেন নিগার। ২২ রান করেন শারমিন ও ১৫ রান আসে ফারজানা হকের ব্যাটে। আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি।