ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

নিউ জিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলে মুস্তাফিজ-শরিফুল

  • আপডেট সময় : ০৭:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: জাতীয় দল থেকে বাদ পড়ার পর ফেরার দাবি তোলার মঞ্চ পেলেন শরিফুল ইসলাম। নিউ জিল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পেলেন তরুণ পেসার। ১৫ জনের এই দলে সবচেয়ে উল্লেখযোগ্য নামটি অবশ্য মুস্তাফিজুর রহমান। এই সময়ে দেশের অভিজ্ঞতম পেসারকে রাখা হয়েছে ‘এ’ দলে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য এই দুই বাঁহাতি পেসারসহ জাতীয় দল ও আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল সাজানো হয়েছে। দলের ১৪ জনেরই আছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা।

স্কোয়াডে আন্তর্জাতিক অভিজ্ঞতা ছাড়া একমাত্র ক্রিকেটার রেজাউর রহমান রাজা। তিনিও বেশ কয়েকটি সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছেন। জাতীয় দলের সঙ্গে দেশের বাইরে সফরও করেছেন ২৫ বছর বয়সী পেসার। পেস বিভাগে বড় চমক ২৩০টি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা থাকা মুস্তাফিজের অন্তর্ভুক্তি। পাকিস্তান সফরে যাওয়ার আগে ‘এ’ দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলে যাবেন ২৯ বছর বয়সী পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আসার পর বেশ কিছুদিন মাঠের বাইরেই ছিলেন মুস্তাফিজ। কাঁধের পুরোনো চোটের জন্য ইনজেকশনও নিতে হয়েছে। আপাতত তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে। কিউইদের বিপক্ষে সিরিজটি গুরুত্বপূর্ণ হতে পারে শরিফুলের জন্যও। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার পর টেস্ট দল থেকেও জায়গা হারিয়েছে বাঁহাতি পেসার। জাতীয় দলে ফেরার দাবি জানাতে এর চেয়ে ভালো মঞ্চ হয়তো পেতেন না তিনি।

চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও বেশ ভালো ছন্দে আছেন শরিফুল। লেজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে এখন পর্যন্ত ১৩ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন মাত্র সাড়ে ৪ রান করে। দুবার ৪ উইকেটের পাশাপাশি ম্যাচে একবার নিয়েছেন ৫ উইকেট। চার পেসারের দলে আছেন ইবাদত হোসেন চৌধুরিও। দীর্ঘ চোট কাটিয়ে গত বছরের শেষে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও এখনও জাতীয় দলের দুয়ার খোলেনি ৩১ বছর বয়সী পেসারের জন্য। প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ১১ ম্যাচে তার শিকার ১৬ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে ‘এ’ দলে যোগ দেবেন দুই কিপার-ব্যাটার মাহিদুল ইসলাম ও এনামুল হক এবং দুই স্পিনার তানভির ইসলাম ও নাঈম হাসান। স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার তারা দুজনই। স্পিনিং অলরাউন্ডার হিসেবে আছেন মোসাদ্দেক হোসেন ও শামীম হোসেন। টপ-অর্ডার ব্যাটিংয়ে এনামুলের সঙ্গে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ ও সাইফ হাসান। প্রিমিয়ার লিগে তিনজনই ভালো ছন্দে আছেন। মিডল অর্ডারের জন্য মাহিদুল ছাড়াও রাখা হয়েছে ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান ও শামীম হোসেনকে।

অভিজ্ঞতায় পরিপূর্ণ স্কোয়াডে কোনো অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিবি। তিন ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫, ৭ ও ১০ মে সিরিজের তিন ওয়ানডে। প্রায় এক মাসের দুটি চার দিনের ম্যাচও খেলবে কিউইরা। সিলেটে আগামী ১৪ মে শুরু হবে প্রথমটি। এরপর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ।
বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, শামীম হোসেন, তানভির ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিউ জিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলে মুস্তাফিজ-শরিফুল

আপডেট সময় : ০৭:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: জাতীয় দল থেকে বাদ পড়ার পর ফেরার দাবি তোলার মঞ্চ পেলেন শরিফুল ইসলাম। নিউ জিল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পেলেন তরুণ পেসার। ১৫ জনের এই দলে সবচেয়ে উল্লেখযোগ্য নামটি অবশ্য মুস্তাফিজুর রহমান। এই সময়ে দেশের অভিজ্ঞতম পেসারকে রাখা হয়েছে ‘এ’ দলে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য এই দুই বাঁহাতি পেসারসহ জাতীয় দল ও আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল সাজানো হয়েছে। দলের ১৪ জনেরই আছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা।

স্কোয়াডে আন্তর্জাতিক অভিজ্ঞতা ছাড়া একমাত্র ক্রিকেটার রেজাউর রহমান রাজা। তিনিও বেশ কয়েকটি সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছেন। জাতীয় দলের সঙ্গে দেশের বাইরে সফরও করেছেন ২৫ বছর বয়সী পেসার। পেস বিভাগে বড় চমক ২৩০টি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা থাকা মুস্তাফিজের অন্তর্ভুক্তি। পাকিস্তান সফরে যাওয়ার আগে ‘এ’ দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলে যাবেন ২৯ বছর বয়সী পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আসার পর বেশ কিছুদিন মাঠের বাইরেই ছিলেন মুস্তাফিজ। কাঁধের পুরোনো চোটের জন্য ইনজেকশনও নিতে হয়েছে। আপাতত তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে। কিউইদের বিপক্ষে সিরিজটি গুরুত্বপূর্ণ হতে পারে শরিফুলের জন্যও। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার পর টেস্ট দল থেকেও জায়গা হারিয়েছে বাঁহাতি পেসার। জাতীয় দলে ফেরার দাবি জানাতে এর চেয়ে ভালো মঞ্চ হয়তো পেতেন না তিনি।

চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও বেশ ভালো ছন্দে আছেন শরিফুল। লেজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে এখন পর্যন্ত ১৩ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন মাত্র সাড়ে ৪ রান করে। দুবার ৪ উইকেটের পাশাপাশি ম্যাচে একবার নিয়েছেন ৫ উইকেট। চার পেসারের দলে আছেন ইবাদত হোসেন চৌধুরিও। দীর্ঘ চোট কাটিয়ে গত বছরের শেষে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও এখনও জাতীয় দলের দুয়ার খোলেনি ৩১ বছর বয়সী পেসারের জন্য। প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ১১ ম্যাচে তার শিকার ১৬ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে ‘এ’ দলে যোগ দেবেন দুই কিপার-ব্যাটার মাহিদুল ইসলাম ও এনামুল হক এবং দুই স্পিনার তানভির ইসলাম ও নাঈম হাসান। স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার তারা দুজনই। স্পিনিং অলরাউন্ডার হিসেবে আছেন মোসাদ্দেক হোসেন ও শামীম হোসেন। টপ-অর্ডার ব্যাটিংয়ে এনামুলের সঙ্গে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ ও সাইফ হাসান। প্রিমিয়ার লিগে তিনজনই ভালো ছন্দে আছেন। মিডল অর্ডারের জন্য মাহিদুল ছাড়াও রাখা হয়েছে ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান ও শামীম হোসেনকে।

অভিজ্ঞতায় পরিপূর্ণ স্কোয়াডে কোনো অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিবি। তিন ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫, ৭ ও ১০ মে সিরিজের তিন ওয়ানডে। প্রায় এক মাসের দুটি চার দিনের ম্যাচও খেলবে কিউইরা। সিলেটে আগামী ১৪ মে শুরু হবে প্রথমটি। এরপর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ।
বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, শামীম হোসেন, তানভির ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা।