ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বন্যায় জরুরি অবস্থা, মৃত ৯

  • আপডেট সময় : ১১:১৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ১০০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় আইডার প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন বন্যা ও ঘূর্ণিঝড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
খবরে বলা হয়েছে, নিউ ইয়র্ক ও নিজ জার্সির গভর্নররা জরুরি অবস্থা জারি করেছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্ল্যাসিও এই বন্যাকে ‘ঐতাহিসক আবহাওয়ার ঘটনা’ বলে উল্লেখ করেছেন।
নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে মাত্র এক ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮ সেন্টিমিটার। নিউ ইয়র্ক সিটি প্রায় পুরো সাবওয়ে লাইনগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। সড়কে জরুরি না এমন যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া নিউ ইয়র্ক ও নিউ জার্সির অনেক ফ্লাইট ও ট্রেন স্থগিত করা হয়েছে।
এনবিসি নিউ ইয়র্ক জানিয়েছে, নিউ জার্সিতে অন্তত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এনবিসি ও এএফপি’র খবরে নিউ ইয়র্ক সিটিতে সাতজনের মৃত্যুর কথা উল্লেখ করে বলা হয়েছে, অনেকে বাড়ির বেজমেন্টে আটকা পড়ায় তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই বছরের এক ছেলেও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সাবওয়ে স্টেশনগুলো ও বাড়িঘরে পানি প্রবেশ করছে এবং সড়কগুলো পানিতে নিমজ্জিত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস নিউ ইয়র্ক সিটি, ব্রুকলিন, কুইন্স ও লং আইল্যান্ডের কিছু অংশে বন্যার জরুরি অবস্থার ঘোষণা দিয়েছে। এছাড়া ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ডের কিছু অংশে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বন্যায় জরুরি অবস্থা, মৃত ৯

আপডেট সময় : ১১:১৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় আইডার প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন বন্যা ও ঘূর্ণিঝড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
খবরে বলা হয়েছে, নিউ ইয়র্ক ও নিজ জার্সির গভর্নররা জরুরি অবস্থা জারি করেছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্ল্যাসিও এই বন্যাকে ‘ঐতাহিসক আবহাওয়ার ঘটনা’ বলে উল্লেখ করেছেন।
নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে মাত্র এক ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮ সেন্টিমিটার। নিউ ইয়র্ক সিটি প্রায় পুরো সাবওয়ে লাইনগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। সড়কে জরুরি না এমন যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া নিউ ইয়র্ক ও নিউ জার্সির অনেক ফ্লাইট ও ট্রেন স্থগিত করা হয়েছে।
এনবিসি নিউ ইয়র্ক জানিয়েছে, নিউ জার্সিতে অন্তত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এনবিসি ও এএফপি’র খবরে নিউ ইয়র্ক সিটিতে সাতজনের মৃত্যুর কথা উল্লেখ করে বলা হয়েছে, অনেকে বাড়ির বেজমেন্টে আটকা পড়ায় তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই বছরের এক ছেলেও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সাবওয়ে স্টেশনগুলো ও বাড়িঘরে পানি প্রবেশ করছে এবং সড়কগুলো পানিতে নিমজ্জিত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস নিউ ইয়র্ক সিটি, ব্রুকলিন, কুইন্স ও লং আইল্যান্ডের কিছু অংশে বন্যার জরুরি অবস্থার ঘোষণা দিয়েছে। এছাড়া ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ডের কিছু অংশে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।