ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

নিউ ইয়র্কের চলচ্চিত্র উৎসবে ‘অন্যদিন’

  • আপডেট সময় : ১২:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মিউজিয়াম অব মুভিং ইমেজের ফার্স্ট লুক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে কামার আহমাদ সাইমনের সিনেমা ‘অন্যদিন’। এ উৎসবে ‘প্রথমবারের মতো কোনো বাংলা সিনেমা’ প্রদর্শিত হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান। ১৬ থেকে ২০ মার্চ এ উৎসব চলবে। উৎসবের ‘আর্টিসটিক মাস্টারপিস’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে সাইমসের সিনেমাটি; এ ক্যাটাগরি ওয়েবসাইটের বলা হয়েছে, “বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে দুঃসাহসিক, অপ্রত্যাশিত, বুদ্ধিদীপ্ত আর ডাইনামিক ছবিগুলা হয়েছে নন-ফিকশনে সময়টা এখন আর্টিসটিক মাস্টারপিসের, এইসব জমাট বুননে বানানো ছবির, যাদের দেখতে প্রথমে অসংলগ্ন মনে হলেও শেষে ‘ডকুমেন্টারি’ ভাবাটা ভুল হবে।” এতে মোট ১৮টি ফিচার ছবি দেখানো হবে; যার উদ্বোধনী ছবি ২০২১ সালের কানে ক্যামেরা দ্য’র বিজয়ী ছবি ‘মুরিনা’ ও সমাপনী ছবি লোকার্নো চলচ্চিত্র উৎসবে গ্রাপ্রি বিজয়ী ‘ব্যালকনি’ প্রদর্শিত হবে। গত নভেম্বরে আমস্টারডামের ইডফা’র মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল সাইমনের ‘অন্যদিন…’। ২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে আমন্ত্রণ পেয়েছিল সিনেমাটি। লোকার্নোতে ওপেন ডোর্সে শ্রেষ্ঠ পুরষ্কার ও আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছিল ‘অন্যদিন…’। সিনেমার প্রযোজক সারা আফরিন জানান, সিনেমাটি শিগগিরই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিউ ইয়র্কের চলচ্চিত্র উৎসবে ‘অন্যদিন’

আপডেট সময় : ১২:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক :যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মিউজিয়াম অব মুভিং ইমেজের ফার্স্ট লুক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে কামার আহমাদ সাইমনের সিনেমা ‘অন্যদিন’। এ উৎসবে ‘প্রথমবারের মতো কোনো বাংলা সিনেমা’ প্রদর্শিত হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান। ১৬ থেকে ২০ মার্চ এ উৎসব চলবে। উৎসবের ‘আর্টিসটিক মাস্টারপিস’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে সাইমসের সিনেমাটি; এ ক্যাটাগরি ওয়েবসাইটের বলা হয়েছে, “বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে দুঃসাহসিক, অপ্রত্যাশিত, বুদ্ধিদীপ্ত আর ডাইনামিক ছবিগুলা হয়েছে নন-ফিকশনে সময়টা এখন আর্টিসটিক মাস্টারপিসের, এইসব জমাট বুননে বানানো ছবির, যাদের দেখতে প্রথমে অসংলগ্ন মনে হলেও শেষে ‘ডকুমেন্টারি’ ভাবাটা ভুল হবে।” এতে মোট ১৮টি ফিচার ছবি দেখানো হবে; যার উদ্বোধনী ছবি ২০২১ সালের কানে ক্যামেরা দ্য’র বিজয়ী ছবি ‘মুরিনা’ ও সমাপনী ছবি লোকার্নো চলচ্চিত্র উৎসবে গ্রাপ্রি বিজয়ী ‘ব্যালকনি’ প্রদর্শিত হবে। গত নভেম্বরে আমস্টারডামের ইডফা’র মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল সাইমনের ‘অন্যদিন…’। ২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে আমন্ত্রণ পেয়েছিল সিনেমাটি। লোকার্নোতে ওপেন ডোর্সে শ্রেষ্ঠ পুরষ্কার ও আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছিল ‘অন্যদিন…’। সিনেমার প্রযোজক সারা আফরিন জানান, সিনেমাটি শিগগিরই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।