বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নামে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসব হতে যাচ্ছে। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আগামী ২০ ও ২১ এপ্রিল এ উৎসব উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় জ্যামাইকায় ‘সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ’ আয়োজিত এক অনুষ্ঠানে ওই উৎসবের ঘোষণা দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি অতিথিদের নিয়ে উৎসবের লোগো ও ওয়েবসাইট উন্মোচন করেন। অনুষ্ঠানে সাংবাদিক হাসানুজ্জামান সাকি জানান, চলচ্চিত্র উৎসবে বাংলা ছবি প্রদর্শন করা হবে। প্রদর্শিত ছবি থেকে সেরা ছবি বাছাই করে পুরস্কৃত করা হবে। আর সেরা ছবি নির্বাচনের জন্য গঠন করা হয়েছে তিন সদস্যের জুরি বোর্ড। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “একজন গুণী মানুষের সম্মানে এই উৎসব হচ্ছে জেনে আমি আনন্দিত। আর যখন গুণী মানুষের কদর করা হয়, তখন সেই সংস্কৃতি আরও সমৃদ্ধ হয়। সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের স্পন্সর হিসাবে থাকছে গোল্ডেন এইজ হোমকেয়ার ও আশা হোমকেয়ার। উৎসবের আহ্বায়ক গোপাল সান্যালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মোয়াজ্জেম এইচ চৌধুরী, গোল্ডেন এইজ হোমকেয়ারের সিইও শাহ নেওয়াজ, চেয়ারম্যান রানো নেওয়াজ, আশা হোমকেয়ারের সিইও আকাশ রহমান, চেয়ারম্যান আশা রহমান।