নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘাতের ঘটনায় পুলিশের কাজে বাধা, হামলা ও ভাঙচুরের মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ থেকে তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেওয়া হয়। জামিনের মেয়াদের মধ্যেই তাদের সংশ্লিষ্ট নি¤œ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
জামিনপ্রাপ্তরা হলেন— আমীর হোসেন আলমগীর, মিজান, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম শন্টু, শহিদুল ইসলাম শহিদ, জাপানি ফারুক, মিজান বেপারী, আসিফ, রহমত, বিল্লাল, মনির, জুলহাস ও বাবুল। আদালতে আসামিদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। আদেশের পর আইনজীবী কায়সার কামাল বলেন, ‘পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ১৪ নেতা কর্মীকে ছয় সপ্তাহের জামিন পেয়েছেন। জামিনের এই সময়ের মধ্যে আসামিদের বিচারিক আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘অ্যাডভোকেট মকবুল হোসেনকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে পুলিশ যে মামলা করেছে তার মধ্যে ২৩ নম্বর আসামি মিন্টু দুই বছর আগেই মারা গেছেন। মৃত ব্যক্তিরাও পুলিশের মামলা থেকে রেহাই পাচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা। আর চার নম্বর আসামি ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি টিপু সাত বছর ধরে জাপানে আছেন।’
গত ১৮ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকায় সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে জখম ও ভাঙচুর করার অভিযোগে নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক মো. ইয়ামিন কবীর বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এই মামলার এক নম্বর আসামি অ্যাডভোকেট মকবুল গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।
নিউমার্কেটে সংঘাতের মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীর আগাম জামিন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ