নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘জড়িতদের আইনের মুখোমুখি হতে হবে । মঙ্গলবার সচিবলায়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার সকালে সচিবলায়ে ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এসময় সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করছি, কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা কুলডাউন হবে। যারা এ ঘটনার জন্য দায়ী তাদের আইনের মুখোমুখি হতে হবে।’ এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি ঘটনাস্থলে অনেক জটিল আকার ধারণ করেছে। টেকনিক্যাল কারণেই পুলিশ ছাত্রদের প্রতি সফট আচরণ করছে। এখানে গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।’
নিউমার্কেটে সংঘর্ষে জড়িতদের আইনের মুখোমুখি হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ