ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

নিউজ ফিডে ব্যবহারকারীকে আরও ক্ষমতা দিলো ফেসবুক

  • আপডেট সময় : ১০:৩২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : নিউজ ফিডকে নিজের মতো সাজিয়ে নেওয়ার জন্য ব্যবহারকারীকে নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে ফেসবুক। একটি ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি জানায়, বিষয়টি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। খুব অল্প কিছু ব্যবহারকারী এই সুযোগ পাচ্ছেন। নতুন ব্যবস্থায় ব্যবহারকারী কোন বন্ধুর কনটেন্ট কী পরিমাণ দেখতে চান তা নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি বন্ধু, পরিবার, গ্রুপ বা পেজ সবক্ষেত্রেই কাজ করবে।
সংবাদমাধ্যম ভার্জ জানিয়েছে, সম্প্রতি ফেসবুক ব্যবসায়ী ব্যবহারকারীদের কথা চিন্তা করে নতুন নিয়ন্ত্রণের নিয়ম তৈরি করছে। ইংরেজি বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রে এটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বিজ্ঞাপনদাতারা এখন তিনটি টপিক নির্বাচন করতে পারবেন। সেগুলো হলো– রাজনীতি, সামাজিক বিষয় এবং দুর্ঘটনা ও অপরাধ। এগুলোর মধ্য থেকে ব্যবহারকারী অপছন্দের বিজ্ঞাপনকে ঠেকাতে পারবেন। ভার্জ আরও জানায়, অনেকদিন ধরেই ফেসবুক নিউজ ফিডে কনটেন্ট কীভাবে প্রদর্শন করলে সবচেয়ে উপযুক্ত হবে তা নিয়ে নানান পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে আসছে। ২০১৫ সালে তারা ব্র্যান্ড বা পাবলিশারদের পোস্টের চেয়ে কাছের বন্ধুর পোস্টকে বেশি অগ্রাধিকার দিয়েছিল। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি অ্যালগরিদম পরিবর্তন করে ব্র্যান্ড বা পাবলিশারদের পোস্টকে প্রাধান্য দেয়। এরপর ২০১৮ সালে আরও এক ধরনের পরিবর্তন আনা হয়। এবার প্রশ্ন হলো, ২০২০ সালে ফেসবুক কী করেছে? পরের বিভিন্ন ঘটনা থেকে দেখা যায়, তারা মূলত নিজেদের পুরনো একটি সংস্করণেই আবারও ফিরে গেছে। তবে ফেসবুকের মতো একটি প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যম কীভাবে নিউজ ফিডকে নিয়ন্ত্রণ করে তা সত্যি রহস্যজনক। এ নিয়ে গত সেপ্টেম্বরে অবশ্য প্রতিষ্ঠানটি একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে তারা নিউজ ফিডকে কীভাবে নিয়ন্ত্রণ করা হয় সেই বিবরণ দেয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

নিউজ ফিডে ব্যবহারকারীকে আরও ক্ষমতা দিলো ফেসবুক

আপডেট সময় : ১০:৩২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

প্রযুক্তি ডেস্ক : নিউজ ফিডকে নিজের মতো সাজিয়ে নেওয়ার জন্য ব্যবহারকারীকে নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে ফেসবুক। একটি ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি জানায়, বিষয়টি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। খুব অল্প কিছু ব্যবহারকারী এই সুযোগ পাচ্ছেন। নতুন ব্যবস্থায় ব্যবহারকারী কোন বন্ধুর কনটেন্ট কী পরিমাণ দেখতে চান তা নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি বন্ধু, পরিবার, গ্রুপ বা পেজ সবক্ষেত্রেই কাজ করবে।
সংবাদমাধ্যম ভার্জ জানিয়েছে, সম্প্রতি ফেসবুক ব্যবসায়ী ব্যবহারকারীদের কথা চিন্তা করে নতুন নিয়ন্ত্রণের নিয়ম তৈরি করছে। ইংরেজি বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রে এটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বিজ্ঞাপনদাতারা এখন তিনটি টপিক নির্বাচন করতে পারবেন। সেগুলো হলো– রাজনীতি, সামাজিক বিষয় এবং দুর্ঘটনা ও অপরাধ। এগুলোর মধ্য থেকে ব্যবহারকারী অপছন্দের বিজ্ঞাপনকে ঠেকাতে পারবেন। ভার্জ আরও জানায়, অনেকদিন ধরেই ফেসবুক নিউজ ফিডে কনটেন্ট কীভাবে প্রদর্শন করলে সবচেয়ে উপযুক্ত হবে তা নিয়ে নানান পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে আসছে। ২০১৫ সালে তারা ব্র্যান্ড বা পাবলিশারদের পোস্টের চেয়ে কাছের বন্ধুর পোস্টকে বেশি অগ্রাধিকার দিয়েছিল। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি অ্যালগরিদম পরিবর্তন করে ব্র্যান্ড বা পাবলিশারদের পোস্টকে প্রাধান্য দেয়। এরপর ২০১৮ সালে আরও এক ধরনের পরিবর্তন আনা হয়। এবার প্রশ্ন হলো, ২০২০ সালে ফেসবুক কী করেছে? পরের বিভিন্ন ঘটনা থেকে দেখা যায়, তারা মূলত নিজেদের পুরনো একটি সংস্করণেই আবারও ফিরে গেছে। তবে ফেসবুকের মতো একটি প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যম কীভাবে নিউজ ফিডকে নিয়ন্ত্রণ করে তা সত্যি রহস্যজনক। এ নিয়ে গত সেপ্টেম্বরে অবশ্য প্রতিষ্ঠানটি একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে তারা নিউজ ফিডকে কীভাবে নিয়ন্ত্রণ করা হয় সেই বিবরণ দেয়।