আন্তর্জাতিক ডেস্ক : নিউ জিল্যান্ডের অকল্যান্ডে একটি শপিং মলে ছুরি হামলার ঘটনায় মোট ৭ জন আহত হয়েছে এবং তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আডার্ন।
গতকাল শনিবার তিনি এসব জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত শুক্রবার স্থানীয় সময় বিকালে সন্দেহভাজন এক হামলাকারী অকল্যান্ডের নিউ লিন মলের কাউন্টডাউন সুপারমার্কেটে দোকানের তাকে প্রদর্শনীর জন্য রাখা ছোরা তুলে নিয়ে আশপাশের সবাইকে নির্বিচারে আঘাত করতে শুরু করে। এর মিনিটখানেকের মধ্যে পুলিশের গুলিতে ওই শ্রীলঙ্কানের মৃত্যু হয়।
গত শুক্রবার আডার্ন সুপারমার্কেটে হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ অ্যাখ্যা দেন। এ ঘটনায় ৬ জন আহত হয়েছে বলেও সেসময় জানিয়েছিলেন তিনি। গতকাল শনিবার আডার্ন সাংবাদিকদের বলেন, ছুরি হামলায় আহতের মোট সংখ্যা ৭।
সুপারমার্কেটে হামলাকারী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দ্বারা অনুপ্রাণিত ছিল বলে জানিয়েছেন কিউই প্রধানমন্ত্রী।
২০১১ সাল থেকে নিউ জিল্যান্ডে বসবাস শুরু করা ওই শ্রীলঙ্কান গত ৫ বছর ধরেই বিভিন্ন সংস্থার নজরদারিতে ছিলেন। আদালতের নিষেধাজ্ঞার কারণে সন্দেহভাজন ওই হামলাকারীর নাম ও পরিচয়ের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
সুপারমার্কেটের তাক থেকে সরছে ছুরি। নিউ লিন শপিং মলে ছুরি হামলার ঘটনার একদিন পর নিউ জিল্যান্ডের সুপারমার্কেট গ্রুপ কাউন্টডাউন জানিয়েছে, তারা তাদের সব দোকানের তাক থেকে ছুরি ও কাঁচি সরিয়ে নিচ্ছে।
“গত রাতে আমরা আমাদের তাক থেকে সব ছুরি ও কাঁচি সাময়িক সময়ের জন্য সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি, এগুলো আমরা আর বিক্রি করবো কিনা, তাও বিবেচনা করা হচ্ছে। “আমরা চাই, আমাদের কর্মীরা যখন কাজে আসবেন, তখন যেন তারা নিরাপদ বোধ করেন,” বলেছেন কাউন্টডাউনের নিরাপত্তা বিষয়ক মহা ব্যবস্থাপক কিরি হানিফিন।
কাউন্টডাউন গ্রুপের পাশাপাশি অন্য সুপারমার্কেট চেইনও তাদের তাক থেকে ছুরি সরিয়ে নিচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
নিউজিল্যান্ডে ছুরি হামলায় ‘আহত ৭, তিনজনের অবস্থা গুরুতর’
ট্যাগস :
নিউজিল্যান্ডে ছুরি হামলায় ‘আহত ৭
জনপ্রিয় সংবাদ