ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

নিউজিল্যান্ডের সুপারমার্কেটে ছুরি হামলা, তিন নারীসহ আহত ৪

  • আপডেট সময় : ১২:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • ২০১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের একটি সুপারমার্কেটে ছুরি হামলায় তিন নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার (১০ মে) দুপুরে দেশটির সেন্ট্রাল ডানিডিন শহরের কাউন্টডাউন সুপার মার্কেটে এ হামলার ঘটনার ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক হলেও তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার বিস্তারিত জানতে তদন্তের পাশাপাশি আটক ব্যক্তিকে জিজ্ঞাসাদের কথা জানিয়েছে পুলিশ।
নিউজিল্যান্ড পুলিশের কমান্ডার পল ব্যাশহাম বলেন, ‘দুপুর আড়াইটার ঠিক আগ মুহূর্তে আমরা জরুরি নম্বর থেকে একটা কল পাই। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করি। থানার পাশেই এ ধরনের একটা হামলা আমাদের ভাবিয়ে তুলেছে। ফোন পাওয়ার পর এক মিনিটের মধ্যে পুলিশ সদস্যরা সুপারমার্কেটে চলে আসে। দেরি হলে হয়তো বড় ধরনের প্রাণহানি ঘটতে পারতো। ‘
এ ঘটনায় উদ্বেগ জানি প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান বলেছেন, হামলার বিষয়টি এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তবে এর সঙ্গে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার মতো কোনো সংশ্লিটতা পাওয়া যায়নি বলে জানান তিনি।
জাসিন্ডা আর্ডান বলেন, ‘হামলার বিষয়ে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তা খুবই সামান্য। এর সঙ্গে সন্ত্রাসী হামলার কোনো সংশ্লিষ্টতা নেই বলে মনে করছি। আমাদের পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে খুব সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে।’
২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজ চলাকালে শ্বেতাঙ্গ উগ্রবাদীর হামলায় প্রাণ হারান অর্ধশত মানুষ। ভয়াবহ ওই হামলার পর প্রথম এ ধরনের ছুরি হামলার ঘটনা ঘটল।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নিউজিল্যান্ডের সুপারমার্কেটে ছুরি হামলা, তিন নারীসহ আহত ৪

আপডেট সময় : ১২:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের একটি সুপারমার্কেটে ছুরি হামলায় তিন নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার (১০ মে) দুপুরে দেশটির সেন্ট্রাল ডানিডিন শহরের কাউন্টডাউন সুপার মার্কেটে এ হামলার ঘটনার ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক হলেও তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার বিস্তারিত জানতে তদন্তের পাশাপাশি আটক ব্যক্তিকে জিজ্ঞাসাদের কথা জানিয়েছে পুলিশ।
নিউজিল্যান্ড পুলিশের কমান্ডার পল ব্যাশহাম বলেন, ‘দুপুর আড়াইটার ঠিক আগ মুহূর্তে আমরা জরুরি নম্বর থেকে একটা কল পাই। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করি। থানার পাশেই এ ধরনের একটা হামলা আমাদের ভাবিয়ে তুলেছে। ফোন পাওয়ার পর এক মিনিটের মধ্যে পুলিশ সদস্যরা সুপারমার্কেটে চলে আসে। দেরি হলে হয়তো বড় ধরনের প্রাণহানি ঘটতে পারতো। ‘
এ ঘটনায় উদ্বেগ জানি প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান বলেছেন, হামলার বিষয়টি এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তবে এর সঙ্গে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার মতো কোনো সংশ্লিটতা পাওয়া যায়নি বলে জানান তিনি।
জাসিন্ডা আর্ডান বলেন, ‘হামলার বিষয়ে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তা খুবই সামান্য। এর সঙ্গে সন্ত্রাসী হামলার কোনো সংশ্লিষ্টতা নেই বলে মনে করছি। আমাদের পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে খুব সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে।’
২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজ চলাকালে শ্বেতাঙ্গ উগ্রবাদীর হামলায় প্রাণ হারান অর্ধশত মানুষ। ভয়াবহ ওই হামলার পর প্রথম এ ধরনের ছুরি হামলার ঘটনা ঘটল।