ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

নিউইয়র্কে গোলাগুলি, আহত ৩

  • আপডেট সময় : ১২:১৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ দুজন নারী আহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত শনিবার ৭ নম্বর অ্যাভিনিউ ও ৪৪ নম্বর সড়কের সংযোগস্থলে স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে এই গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশুটির বয়স চার বছর। বাকি দুজন নারীর বয়স যথাক্রমে ৪৬ ও ২৩। এ প্রসঙ্গে এনওয়াইপিডির পুলিশ কমিশনার ডেরমট শেয়া স্থানীয় গণমাধ্যমগুলোকে বলেন, আহত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা যথেষ্ঠ ভালো আছেন। আহত ৩ জনই পথচারী। কথাকাটাকাটির একপর্যায়ে হয়তো এই গোলাগুলির ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে একজন ব্যক্তিকে ধরিয়ে দেওয়ার জন্য ভিডিও প্রকাশ করা হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিউইয়র্কে গোলাগুলি, আহত ৩

আপডেট সময় : ১২:১৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ দুজন নারী আহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত শনিবার ৭ নম্বর অ্যাভিনিউ ও ৪৪ নম্বর সড়কের সংযোগস্থলে স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে এই গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশুটির বয়স চার বছর। বাকি দুজন নারীর বয়স যথাক্রমে ৪৬ ও ২৩। এ প্রসঙ্গে এনওয়াইপিডির পুলিশ কমিশনার ডেরমট শেয়া স্থানীয় গণমাধ্যমগুলোকে বলেন, আহত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা যথেষ্ঠ ভালো আছেন। আহত ৩ জনই পথচারী। কথাকাটাকাটির একপর্যায়ে হয়তো এই গোলাগুলির ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে একজন ব্যক্তিকে ধরিয়ে দেওয়ার জন্য ভিডিও প্রকাশ করা হয়েছে।