অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশি অভিবাসী দিবস-২০২৩ উপলক্ষে স¤প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হিল্টন মিড টাউনে দুই দিনব্যাপী বাণিজ্য ও রেমিট্যান্স মেলায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) স্টল উদ্বোধন করা হয়েছে। স্টল উদ্বোধন ও পরিদর্শন করেন ব্যাংকের পরিচালক মাহমুদুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। এসময় ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান আকমল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় এসআইবিএল’র স্টল পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ও বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
মেলায় বৈধপথে রেমিট্যান্স প্রেরণের উপর গুরোত্বারোপ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংকের নানামুখী সেবা পণ্য ও সুযোগ সুবিধার কথা তুলে ধরা হয়।সীব্যে উঠে আসে। প্রসঙ্গত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সীমান্ত ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে শাখা এবং উপশাখা স্থাপন করছে সীমান্ত ব্যাংক।