বিনোদন ডেস্ক: মারা গেছেন থ্রি ইডিয়টস খ্যাত অভিনেতা অচ্যুত পোতদার। এই সিনেমার ‘আরে, কেহনা ক্যা চাহতে হো’ সংলাপের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
১৮ আগস্ট এই অভিনেতা মহারাষ্ট্রের ঠানের জুপিটার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। কয়েক দিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তবে ঠিক কারণে মারা গেছেন এখনো সেটি প্রকাশ করা হয়নি। মঙ্গলবার ঠানেতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে পরিবার।
বলা প্যয়োজন, চার দশকেরও বেশি সময় ধরে ক্যারিয়ারে তিনি হিন্দি এবং মারাঠি সিনেমা মিলিয়ে অভিনয় করেছেন ১২৫টিরও বেশি ছবিতে। তার বেশিরভাগ সিনেমাই বাণিজ্যিকভাবে সফল এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে আক্রোশ, ‘আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়’, ‘অর্ধসত্য’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গয়া জেন্টেলম্যান’, ‘দিলওয়ালে’, ‘রঙ্গিলা’, ‘বাস্তব’, ‘হম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লাগে রহো মুন্না ভাই’, ‘দাবাং ২’, ‘ভেন্টিলেটর’সহ বহু জনপ্রিয় ছবি। এ ছাড়া তাকে দেখা গেছে ‘ভূতনাথ’, ‘চমৎকার’, ‘ফেরারি কা সওয়ারি’, ‘দামিনী’।
আমির খানের থ্রি ইডিয়টস-এ কঠোর ও একরোখা অধ্যাপকের ভূমিকায় অভিনয়ের জন্য তিনি ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। টেলিভিশনেও তার বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল।
সিনেমা এবং ও থিয়েটারে পা রাখার আগে, তিনি অধ্যাপক ছিলেন এবং পরে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি ১৯৬৭ সালে ক্যাপ্টেন হিসেবে অবসর গ্রহণ করেন। ৪৪ বছর বয়সে, অভিনয়ের প্রতি তার তুমুল আগ্রহ থেকে তিনি বলিউডে প্রবেশ করেন।
সূত্র: এনডিটিভি
এসি/