ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

নায়িকা হতে আসছেন কাপুর পরিবারের আরেকজন

  • আপডেট সময় : ১০:৫৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউডে পা রাখতে যাচ্ছেন কাপুর পরিবারের আরেক সদস্য। সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের মেয়ে শানায়ার অভিষেক হবে বেধড়ক সিনেমা দিয়ে, করণ জোহর সে ঘোষণা আগেই দিয়েছিলেন। এবার শানায়ার অভিষেক হলো র‌্যাম্প মডেলিংয়ে। আর সেখানেই বন্ধুরা তাঁকে তুলনা করলেন জনপ্রিয় এক সুপারমডেলের সঙ্গে।
দীর্ঘদিন ধরে শানায়ার বলিউড অভিষেক নিয়ে আলাপ চলছে। চলতি মাসের শুরুর দিকে করণ জোহরের প্রযোজনা সংস্থা থেকে ঘোষণা এল, তাদের ত্রিকোণ প্রেমের ছবি দিয়েই অভিষেক হবে শানায়ার, ছবি বেধড়ক। তাঁর সঙ্গে দেখা যাবে লক্ষ্মা ও গুরফতেহকে। শশাঙ্ক খৈতান পরিচালনা করবেন ছবিটি। সেখানে শানায়াকে দেখা যাবে নিমরিত চরিত্রে। শানায়ার অভিষেক নিয়ে উচ্ছ্বসিত বাবা সঞ্জয়ও। তবে ছবিতে অভিষেকের আগেই শানায়ার অভিষেক হলো র‌্যাম্প মডেলিংয়ে। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার একটি ফ্যাশন শোর শো স্টপার হিসেবে দেখা যায় তাঁকে। মডেল হিসেবে শানায়াকে দেখে মুগ্ধ তাঁর বন্ধুরা। ইনস্টাগ্রামে প্রশংসা করেছেন তাঁরা। সেখানেই তাঁকে তুলনা করেছেন মার্কিন মডেল বেলা হাদিদের সঙ্গে। শানায়ার বন্ধু শাহরুখ খানের মেয়ে সুহানা খান শানায়ার ছবিতে মন্তব্য করে লিখেছেন, ‘ওয়াও! বেলা হাদিদ।’ চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে লিখেছেন, ‘বেবি গার্ল।’
ওই পোস্টে সঞ্জয় কাপুর, মনীষ মালহোত্রা ও অন্যরা দিয়েছেন ভালোবাসা ও আগুনের ইমোজি। বন্ধুরা উচ্ছ্বসিত হলেও নেটিজেনদের কাছ থেকে অবশ্য শানায়া পেয়েছেন দুয়োধ্বনি। কেউ বলেছেন, ‘হাঁসের মতো হাঁটে।’ কেউ পরামর্শ দিয়ে বলেছেন, ‘আগে পেশাদার মডেলদের কাছ থেকে হাঁটা শিখে তারপর মডেলিং করো।’ বনি কাপুর ও শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর বলিউডে এসেছিলেন করণ জোহরের হাত ধরেই। জাহ্নবীর অভিষেক হয় ধড়ক ছবিতে। এ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ঈশান খট্টর। এবার করণের হাত ধরেই অভিষেক হবে শানায়ার। ইনস্টাগ্রামে শানায়া ছবি নিয়ে একটি পোস্টে লিখেছেন, ‘ধর্ম পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ ও অভিভূত। দক্ষ পরিচালক শশাঙ্ক খৈতান বেধড়ক পরিচালনা করছেন। নতুন এ ভ্রমণ শুরু করার জন্য আমার আর তর সইছে না। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নায়িকা হতে আসছেন কাপুর পরিবারের আরেকজন

আপডেট সময় : ১০:৫৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডে পা রাখতে যাচ্ছেন কাপুর পরিবারের আরেক সদস্য। সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের মেয়ে শানায়ার অভিষেক হবে বেধড়ক সিনেমা দিয়ে, করণ জোহর সে ঘোষণা আগেই দিয়েছিলেন। এবার শানায়ার অভিষেক হলো র‌্যাম্প মডেলিংয়ে। আর সেখানেই বন্ধুরা তাঁকে তুলনা করলেন জনপ্রিয় এক সুপারমডেলের সঙ্গে।
দীর্ঘদিন ধরে শানায়ার বলিউড অভিষেক নিয়ে আলাপ চলছে। চলতি মাসের শুরুর দিকে করণ জোহরের প্রযোজনা সংস্থা থেকে ঘোষণা এল, তাদের ত্রিকোণ প্রেমের ছবি দিয়েই অভিষেক হবে শানায়ার, ছবি বেধড়ক। তাঁর সঙ্গে দেখা যাবে লক্ষ্মা ও গুরফতেহকে। শশাঙ্ক খৈতান পরিচালনা করবেন ছবিটি। সেখানে শানায়াকে দেখা যাবে নিমরিত চরিত্রে। শানায়ার অভিষেক নিয়ে উচ্ছ্বসিত বাবা সঞ্জয়ও। তবে ছবিতে অভিষেকের আগেই শানায়ার অভিষেক হলো র‌্যাম্প মডেলিংয়ে। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার একটি ফ্যাশন শোর শো স্টপার হিসেবে দেখা যায় তাঁকে। মডেল হিসেবে শানায়াকে দেখে মুগ্ধ তাঁর বন্ধুরা। ইনস্টাগ্রামে প্রশংসা করেছেন তাঁরা। সেখানেই তাঁকে তুলনা করেছেন মার্কিন মডেল বেলা হাদিদের সঙ্গে। শানায়ার বন্ধু শাহরুখ খানের মেয়ে সুহানা খান শানায়ার ছবিতে মন্তব্য করে লিখেছেন, ‘ওয়াও! বেলা হাদিদ।’ চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে লিখেছেন, ‘বেবি গার্ল।’
ওই পোস্টে সঞ্জয় কাপুর, মনীষ মালহোত্রা ও অন্যরা দিয়েছেন ভালোবাসা ও আগুনের ইমোজি। বন্ধুরা উচ্ছ্বসিত হলেও নেটিজেনদের কাছ থেকে অবশ্য শানায়া পেয়েছেন দুয়োধ্বনি। কেউ বলেছেন, ‘হাঁসের মতো হাঁটে।’ কেউ পরামর্শ দিয়ে বলেছেন, ‘আগে পেশাদার মডেলদের কাছ থেকে হাঁটা শিখে তারপর মডেলিং করো।’ বনি কাপুর ও শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর বলিউডে এসেছিলেন করণ জোহরের হাত ধরেই। জাহ্নবীর অভিষেক হয় ধড়ক ছবিতে। এ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ঈশান খট্টর। এবার করণের হাত ধরেই অভিষেক হবে শানায়ার। ইনস্টাগ্রামে শানায়া ছবি নিয়ে একটি পোস্টে লিখেছেন, ‘ধর্ম পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ ও অভিভূত। দক্ষ পরিচালক শশাঙ্ক খৈতান বেধড়ক পরিচালনা করছেন। নতুন এ ভ্রমণ শুরু করার জন্য আমার আর তর সইছে না। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন।’