ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

নাসার ক্যামেরায় মঙ্গলে দেখা গেল ‘ভালুকের’ মুখ

  • আপডেট সময় : ১২:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : মঙ্গল গ্রহ নিয়ে পৃথিবীর মানুষদের আগ্রহের কমতি নেই। মঙ্গলে মনুষ্যবসতি গড়ার স্বপ্ন দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) গবেষণার হাত ধরেই এই স্বপ্ন দেখা। কক্ষপথে পাঠানো নাসার মহাকাশযানে এবার ধরা পড়েছে মঙ্গলের ভূপৃষ্ঠের ‘ভালুকে’র মুখাবয়ব। খবর সিএনএন-এর।
নাসার ‘মার্স রিকনেসান্স অরবিটারে (এমআরও)’ স্থাপন করা উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা ‘হাই রেজল্যুশন ইমেজিং এক্সপেরিমেন্ট (হাইরাজই)’-এ মঙ্গলের ভূপৃষ্ঠের বিস্ময়কর এই চিত্র ধরা পড়ে। দেখে মনে হবে, একটি ভালুক ফিরে তাকাচ্ছে।
ছবিতে দেখা যায়, মঙ্গলের ভূপৃষ্ঠে একটি বৃত্তাকার ফাটল মাথার আকৃতি সৃষ্টি করেছে। দুটি গর্ত দেখতে চোখের মতো। আর অনেকটা ইংরেজি ‘ভি’ আকৃতির দেবে যাওয়া কাঠামো একটি ভালুকের নাকের বিভ্রম তৈরি করেছে। সব মিলিয়ে একটি ফিরে তাকানো ভালুকের মুখাবয়ব তৈরি হয়েছে। উপরিভাগ কিছুটা দেবে গর্তের মতো হয়ে বৃত্তাকার ফাটলটি দৃশ্যমান হয়। এটি আগ্নেয়গিরির লাভা কিংবা কাদায় পরিপূর্ণ। আর নাকসদৃশ অবয়বটি সম্ভবত আগ্নেয়গিরির নির্গমন পথ কিংবা কাদার নিচ থেকে কোনো ধরনের পদার্থ বের হওয়ার মুখ।
গত ২৫ জানুয়ারি ছবিটি প্রকাশ করেছিল ইউনিভার্সিটি অব অ্যারিজোনা। বল অ্যারোস্পেসের সঙ্গে মিলে ‘হাইরাইজ’ ক্যামেরাটি তৈরি করেছিল বিশ্ববিদ্যালয়টি। নাসার এমআরও ২০০৬ সাল থেকে মঙ্গলগ্রহ প্রদক্ষিণ করতে থাকে। এরপর থেকে লাল গ্রহটির ছবি তুলতে থাকে ‘হাইরাইজ’ ক্যামেরা। তিন ফুট ছোট বস্তুসহ মঙ্গলের ভূপৃষ্ঠের বিশদ স্পষ্ট ছবি তোলার উপযোগী করে ক্যামেরাটি তৈরি করা হয়েছিল। এই মহাকাশযান প্রতি ১২২ মিনিটে মঙ্গল গ্রহকে একবার প্রদক্ষিণ করে। এটি নাসার বিজ্ঞানীদের মঙ্গল গ্রহের বায়ুম-ল, আবহাওয়া ও জলবায়ু এবং সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোর কীভাবে পরিবর্তন হয়, তা গবেষণা করতে সাহায্য করছে। এটি পানি, বরফ ও জটিল ভূখ-ের অস্তিত্ব অনুসন্ধান করছে। পাশাপাশি অন্যান্য ভবিষ্যৎ মিশনের অবতরণ উপযোগী স্থান খুঁজে বের করার চেষ্টা করছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নাসার ক্যামেরায় মঙ্গলে দেখা গেল ‘ভালুকের’ মুখ

আপডেট সময় : ১২:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩

প্রত্যাশা ডেস্ক : মঙ্গল গ্রহ নিয়ে পৃথিবীর মানুষদের আগ্রহের কমতি নেই। মঙ্গলে মনুষ্যবসতি গড়ার স্বপ্ন দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) গবেষণার হাত ধরেই এই স্বপ্ন দেখা। কক্ষপথে পাঠানো নাসার মহাকাশযানে এবার ধরা পড়েছে মঙ্গলের ভূপৃষ্ঠের ‘ভালুকে’র মুখাবয়ব। খবর সিএনএন-এর।
নাসার ‘মার্স রিকনেসান্স অরবিটারে (এমআরও)’ স্থাপন করা উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা ‘হাই রেজল্যুশন ইমেজিং এক্সপেরিমেন্ট (হাইরাজই)’-এ মঙ্গলের ভূপৃষ্ঠের বিস্ময়কর এই চিত্র ধরা পড়ে। দেখে মনে হবে, একটি ভালুক ফিরে তাকাচ্ছে।
ছবিতে দেখা যায়, মঙ্গলের ভূপৃষ্ঠে একটি বৃত্তাকার ফাটল মাথার আকৃতি সৃষ্টি করেছে। দুটি গর্ত দেখতে চোখের মতো। আর অনেকটা ইংরেজি ‘ভি’ আকৃতির দেবে যাওয়া কাঠামো একটি ভালুকের নাকের বিভ্রম তৈরি করেছে। সব মিলিয়ে একটি ফিরে তাকানো ভালুকের মুখাবয়ব তৈরি হয়েছে। উপরিভাগ কিছুটা দেবে গর্তের মতো হয়ে বৃত্তাকার ফাটলটি দৃশ্যমান হয়। এটি আগ্নেয়গিরির লাভা কিংবা কাদায় পরিপূর্ণ। আর নাকসদৃশ অবয়বটি সম্ভবত আগ্নেয়গিরির নির্গমন পথ কিংবা কাদার নিচ থেকে কোনো ধরনের পদার্থ বের হওয়ার মুখ।
গত ২৫ জানুয়ারি ছবিটি প্রকাশ করেছিল ইউনিভার্সিটি অব অ্যারিজোনা। বল অ্যারোস্পেসের সঙ্গে মিলে ‘হাইরাইজ’ ক্যামেরাটি তৈরি করেছিল বিশ্ববিদ্যালয়টি। নাসার এমআরও ২০০৬ সাল থেকে মঙ্গলগ্রহ প্রদক্ষিণ করতে থাকে। এরপর থেকে লাল গ্রহটির ছবি তুলতে থাকে ‘হাইরাইজ’ ক্যামেরা। তিন ফুট ছোট বস্তুসহ মঙ্গলের ভূপৃষ্ঠের বিশদ স্পষ্ট ছবি তোলার উপযোগী করে ক্যামেরাটি তৈরি করা হয়েছিল। এই মহাকাশযান প্রতি ১২২ মিনিটে মঙ্গল গ্রহকে একবার প্রদক্ষিণ করে। এটি নাসার বিজ্ঞানীদের মঙ্গল গ্রহের বায়ুম-ল, আবহাওয়া ও জলবায়ু এবং সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোর কীভাবে পরিবর্তন হয়, তা গবেষণা করতে সাহায্য করছে। এটি পানি, বরফ ও জটিল ভূখ-ের অস্তিত্ব অনুসন্ধান করছে। পাশাপাশি অন্যান্য ভবিষ্যৎ মিশনের অবতরণ উপযোগী স্থান খুঁজে বের করার চেষ্টা করছে।