আন্তর্জাতিক ডেস্ক : ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য নাসামস এবং অ্যাস্পাইড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম চালান পেলো ইউক্রেন। অস্ত্রগুলো নরওয়ে, স্পেন এবং যুক্তরাষ্ট্র থেকে পেয়েছে বলে জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী। খবর রয়টার্স, আল জাজিরা’র। চালানের বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ জানান, আক্রমণকারী শত্রুদের লক্ষ্যবস্তুতে গুলি করতে থাকবো আমরা। আমাদের মিত্র নরওয়ে, স্পেন এবং যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাই। এর আগে ইউক্রেনকে ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমস (নাসামস) সরবরাহে প্রতিশ্রুতি দেয় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। রুশ বাহিনীর হামলা প্রতিহতে পশ্চিমা দেশগুলোর কাছে উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলতি বছরের শুরু থেকে এই অস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছিল জেলেনস্কির প্রশাসন। ইউক্রেনকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে মধ্য থেকে দূরপাল্লার সুরক্ষা প্রদান করবে। ইউক্রেনে পাঠানো নতুন সামরিক সহযোগিতার মূল লক্ষ্য দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধি করা। বিশেষ করে রাশিয়ার ভারী কামানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে কিয়েভের শক্তি বৃদ্ধি করতে চায় বাইডেন প্রশাসন।