নিজস্ব প্রতিবেদক : সমাজে যৌন হয়রানি ও বাল্যবিবাহ বন্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চার নারীকে নাসরীন স্মৃতি পদক দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় তেজগাঁও-গুলশান লিংক রোডে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘উদ্ভাবনের নারী: জ্ঞানে বিজ্ঞানে, প্রযুক্তি ও সমাধানে’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা একশনএইড। মোট চারটি খাতে অসামান্য অবদান রাখায় এ পদক দেওয়া হয়েছে। এর মধ্যে যৌন হয়রানি, নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধের দৃষ্টান্ত স্থাপন করায় সানজিদা ইসলাম ছোঁয়া, প্রথাগত পেশা থেকে বেরিয়ে এসে ভিন্ন পেশায় পারভীন, জলবায়ু সুবিচার ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নারী নেতৃত্বে হুমায়আরা আহমেদ জেবা ও পরিবেশবান্ধব কৃষিতে নারীর ভূমিকায় মোছা. গোলসানারা বেগমকে এ পদক দেওয়া হয়। নাসরিন স্মৃতি পদক অনুষ্ঠানে নারী পক্ষের নির্বাহী সদস্য শিরীন হক, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির পরিচালক নবনীতা চৌধুরী, ইউবিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এম মোস্তফা বিলাল, একশনএইড বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক ফারাহ কবির প্রমুখ উপস্থিত ছিলেন। তারা নির্বাচিতদের হাতে পদকের সনদ ও ক্রেস্ট তুলে দেন।
‘নাসরীন স্মৃতি পদক’ পেলেন চার নারী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ