প্রত্যাশা ডেস্ক: সংবাদ সম্মেলনে পাকিস্তানের একজন নারী সাংবাদিককে লক্ষ্য করে চোখ মেরে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছেন দেশটির সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ বিভাগের প্রধান (আইএসপিআর) আহমেদ শরিফ চৌধুরী। গত মঙ্গলবার পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে আইএসপিআরের সদরদপ্তরে ঘটেছে এ ঘটনা।
যে নারী সাংবাদিককে চোখ মেরেছেন আইএসপিআর প্রধান, তার নাম আবসা কোমাল। বর্তমানে পাকিস্তানের সম্প্রচার সংবাদমাধ্যম জিও নিউজ উর্দুতে কর্মরত আছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে আইএসপিআরের সদর দপ্তরে আহমেদ শরিফ চৌধুরীকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে প্রশ্ন করছেন কোমাল। তাকে বলতে দেখা গেছে, “আপনার বলা তিনটি কথা বেশ গুরুত্বপূর্ণ; যেমন ইমরান খান ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’, তিনি ‘রাষ্ট্রদ্রোহী’ এবং ‘দিল্লির হাতের পুতুল’। অতীতে তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছিলো— সেসব থেকে কি এগুলো আলাদা? ভবিষ্যতে কি এমন আরও অভিযোগ যুক্ত হবে?”
জবাবে আহমেদ শরিফ চৌধুরী বলেন, “চতুর্থ হিসেবে আপনি আরও একটি পয়েন্ট যোগ করে নিতে পারেন। সেটি হলো— তিনি (ইমরান) একজন মানসিক রোগী।” এ কথা বলার পর স্মিত হেসে কোমালকে চোখ মারেন আইএসপিআর প্রধান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও প্রকাশের এ ইস্যুতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় পাকিস্তানের নেটিজেনদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক নেটিজেন লিখেছেন, “একদম খোলাখুলিভাবে ক্যামেরার সামনে এ ঘটনা ঘটল। গণতন্ত্র পাকিস্তান থেকে উঠে গেছে। প্রধানমন্ত্রী পুতুলে পরিণত হয়েছেন।”
আরেক নেটিজেন লিখেছেন, “তিনি (আহমেদ শরিফ চৌধুরী) পেশাদার সেনা কর্মকর্তা নন।”
তৃতীয় আরেক নেটিজেন লিখেছেন, “এই হলো দেশের প্রকৃত অবস্থা। এই ভিডিও প্রমাণ করে যে আমাদের সেনাবাহিনী কী পরিমাণ অপেশাদার। কোনো সৈনিক ইউনিফর্ম পরা অবস্থায় কীভাবে এমন করতে পারে!”
ওআ/আপ্র/১১/১২/২০২৫
























