প্রত্যাশা ডেস্ক : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেছেন, ‘বাল্যবিয়ে এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ করতে সরকার বদ্ধপরিকর। নারীর ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘কোনো মেয়ে যেন বাল্যবিয়ের শিকার না হয়, সেদিকে লক্ষ্যে রাখতে হবে। সেক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ করতে হবে।’
গতকাল শনিবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় দুস্থ নারীদের মাঝে ক্ষুদ্রঋণ প্রদান ও জাতীয় সময়বায় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেন, জাতির পিতা ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমঅধিকারের নিশ্চয়তা দেন এবং নারীর ক্ষমতায়ন সুসংহত করেন। এরই ধারবাহিকতায় জাতির পিতার সুযোগ্য কন্যা বাংলাদেশে নারী উন্নয়ন, ক্ষমতায়ন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
তিনি বলেন, ‘জাতিসংঘের ৭৫তম অধিবেশনে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী ২০৪১ সাল নাগাদ কর্মস্থলে নারীর কর্মসংস্থান ৫০:৫০ উন্নীত করার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নারী উন্নয়ন ও নারীর ক্ষমাতায়নের ক্ষেত্রে বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে।’
নারীর ক্ষমতায়নে মন্ত্রনালয়ের বিভিন্ন কার্যক্রম উল্লেখ করে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জয়িতা ফাউন্ডেশন নারী উদ্যোক্তা সৃষ্টি ও তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করছে। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে এক কোটি নারীকে তথ্য-প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন করা হচ্ছে। দেশের ৬৪ জেলায় শিক্ষিত নারীকে কম্পিউটার ও তথ্য-প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রদান, তৃণমূল পর্যায়ের দুই লাখ ৫৬ হাজার প্রান্তিক নারীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়াসহ বহু উদ্যোগ নেওয়া হয়েছে।’
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, যুগ্মসচিব ফেরদৌসী বেগম, মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
গজারিয়ায় এ ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে ৩৫ জনকে ১০ হাজার টাকা করে মোট তিন লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এ পর্যন্ত গজারিয়া উপজেলায় ৩০৫ জনকে ১০ হাজার টাকা করে ৩০ লাখ ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে। প্রতিমন্ত্রী ইন্দিরা এদিন স্থানীয় একটি সড়ক ও কয়েকটি স্থানে বৃক্ষরোপণ করেন।
নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধে সরকার বদ্ধপরিকর
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ