ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
নারী বীরত্ব গল্প নিয়ে দীপনের স্পাই থ্রিলার

নারী বীরত্ব গল্প নিয়ে দীপনের স্পাই থ্রিলার

  • আপডেট সময় : ১২:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : ঢাকা সিনেমার তারকা নির্মাতা দীপংকর দীপন। তার নির্মিত সর্বশেষ মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’। বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা। যা দেখে প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচক মহলে। এবার চতুর্থ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় নারী বীরত্ব তুলে ধরা হবে। দীপনের ভাষায়, এটা হিস্টোরিক্যাল স্পাই থ্রিলার, যা সংগঠিত হয়েছিল নারীদের দ্বারা। প্ল্যানিং থেকে এক্সিকিউশন সব বাংলার নারীদের দ্বারা। ইতিহাসের আধিপত্যে চাপা পড়ে যাওয়া বাংলাদেশের অসীম সাহসী ও বুদ্ধিমতী একদল নারীর বীরত্বের সত্যকথন, যা একই সাথে সাদা এবং কালো। এই গ্রে টোনের গল্প নিয়ে চলছে বিস্তর গবেষণা। গল্প প্রসঙ্গেও তিনি কিছুটা ধারণা দেন। দীপন বলেন, ‘শতবর্ষ আগের এই বীরগাঁথার শেকড় তারও প্রায় ১৫০ বছর আগের ঘটনা প্রবাহ থেকে। তাই একটু পেছন থেকে শুরু করতে হচ্ছে। একটু মানে একটু নয় প্রায় ২৫০ বছর আগে থেকে। এসব করতে গিয়েই সময়টা বেশি লাগে—এবার আর অত বেশি নয় আট মাসের মধ্যে আসবে নারী প্রধান এই সিনেমাটি।’ এই নির্মাতা জানান, শিগগিরই ছবিটির ঘোষণা আসবে। এখনও পা-ুলিপি গোছানো কাজটি চলছে। সব ঠিক থাকলে আগামী বছর এটি নিয়ে মাঠে নামবেন এই নির্মাতা। ‘অন্তর্জাল’ সিনেমাটি ছিল দীপনের তৃতীয় সিনেমা। অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন প্রমুখ।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভূমিকম্পে শিক্ষার্থীরা আতঙ্কিত, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

নারী বীরত্ব গল্প নিয়ে দীপনের স্পাই থ্রিলার

নারী বীরত্ব গল্প নিয়ে দীপনের স্পাই থ্রিলার

আপডেট সময় : ১২:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

বিনোদন প্রতিবেদক : ঢাকা সিনেমার তারকা নির্মাতা দীপংকর দীপন। তার নির্মিত সর্বশেষ মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’। বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা। যা দেখে প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচক মহলে। এবার চতুর্থ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় নারী বীরত্ব তুলে ধরা হবে। দীপনের ভাষায়, এটা হিস্টোরিক্যাল স্পাই থ্রিলার, যা সংগঠিত হয়েছিল নারীদের দ্বারা। প্ল্যানিং থেকে এক্সিকিউশন সব বাংলার নারীদের দ্বারা। ইতিহাসের আধিপত্যে চাপা পড়ে যাওয়া বাংলাদেশের অসীম সাহসী ও বুদ্ধিমতী একদল নারীর বীরত্বের সত্যকথন, যা একই সাথে সাদা এবং কালো। এই গ্রে টোনের গল্প নিয়ে চলছে বিস্তর গবেষণা। গল্প প্রসঙ্গেও তিনি কিছুটা ধারণা দেন। দীপন বলেন, ‘শতবর্ষ আগের এই বীরগাঁথার শেকড় তারও প্রায় ১৫০ বছর আগের ঘটনা প্রবাহ থেকে। তাই একটু পেছন থেকে শুরু করতে হচ্ছে। একটু মানে একটু নয় প্রায় ২৫০ বছর আগে থেকে। এসব করতে গিয়েই সময়টা বেশি লাগে—এবার আর অত বেশি নয় আট মাসের মধ্যে আসবে নারী প্রধান এই সিনেমাটি।’ এই নির্মাতা জানান, শিগগিরই ছবিটির ঘোষণা আসবে। এখনও পা-ুলিপি গোছানো কাজটি চলছে। সব ঠিক থাকলে আগামী বছর এটি নিয়ে মাঠে নামবেন এই নির্মাতা। ‘অন্তর্জাল’ সিনেমাটি ছিল দীপনের তৃতীয় সিনেমা। অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন প্রমুখ।