ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

নারী ফুটবল নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতার এক অনন্য দৃষ্টান্ত

  • আপডেট সময় : ১২:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

নারী ও শিশু প্রতিবেদন : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘ইমপ্রেস মাত্রা’র উদ্যোগে ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ ২০২৩ সম্প্রচার নারী-পুরুষ নির্বিশেষে সকলকে বিভিন্ন স্পোর্টসে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করবে। নারী ফুটবল নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতার এক অনন্য দৃষ্টান্ত। গত সোমবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘ইমপ্রেস মাত্রা’ আয়োজিত ‘মিডিয়া রাইটস ডিক্লারেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। স্পিকার বলেন, বাংলাদেশের জনগণ ক্রীড়ামোদী। পুরুষদের পাশাপাশি নারীদের বিভিন্ন খেলায় আগ্রহী করে তুলতে মিডিয়া ভূমিকা পালন করতে পারে। এ সময় তিনি ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ ২০২৩ সম্প্রচারের উদ্যোগ নেওয়ার জন্য এবং ২০২২ সাফ নারী ফুটবল জয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সম্মাননা ও নগদ অর্থ প্রদানের জন্য ইমপ্রেস-মাত্রা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ড. শিরীন শারমিন বলেন, নারী ফুটবলার ও ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে বিজয়ের মাধ্যমে দেশের জন্য বিরল গৌরব অর্জন করে চলেছে। বাংলাদেশের নারীরা আজ শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অন্যতম। যে দক্ষতায় তারা পাহাড় জয় করছে, সেই একই দক্ষতায় শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে। তিনি আরও বলেন, নারীদের সফলতা উদযাপন করতে হবে। কারণ তারা অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করেই সফল হয়। সুতরাং তাদের জন্য সব ধরনের সুযোগ উন্মুক্ত করতে হবে এবং আন্তর্জাতিক খেলায় ভালো ফলাফল পেতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বনামধন্য অভিনেতা, পরিচালক এবং ইমপ্রেস মাত্রা’র ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন এবং চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বিশিষ্ট নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আইস্ক্রীনের প্রজেক্ট ডিরেক্টর রিয়াজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও খেলোয়াড়রা, চলচ্চিত্র ও নাট্যজগতের স্বনামধন্য শিল্পী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভূমিকম্পে শিক্ষার্থীরা আতঙ্কিত, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

নারী ফুটবল নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতার এক অনন্য দৃষ্টান্ত

আপডেট সময় : ১২:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩

নারী ও শিশু প্রতিবেদন : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘ইমপ্রেস মাত্রা’র উদ্যোগে ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ ২০২৩ সম্প্রচার নারী-পুরুষ নির্বিশেষে সকলকে বিভিন্ন স্পোর্টসে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করবে। নারী ফুটবল নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতার এক অনন্য দৃষ্টান্ত। গত সোমবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘ইমপ্রেস মাত্রা’ আয়োজিত ‘মিডিয়া রাইটস ডিক্লারেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। স্পিকার বলেন, বাংলাদেশের জনগণ ক্রীড়ামোদী। পুরুষদের পাশাপাশি নারীদের বিভিন্ন খেলায় আগ্রহী করে তুলতে মিডিয়া ভূমিকা পালন করতে পারে। এ সময় তিনি ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ ২০২৩ সম্প্রচারের উদ্যোগ নেওয়ার জন্য এবং ২০২২ সাফ নারী ফুটবল জয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সম্মাননা ও নগদ অর্থ প্রদানের জন্য ইমপ্রেস-মাত্রা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ড. শিরীন শারমিন বলেন, নারী ফুটবলার ও ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে বিজয়ের মাধ্যমে দেশের জন্য বিরল গৌরব অর্জন করে চলেছে। বাংলাদেশের নারীরা আজ শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অন্যতম। যে দক্ষতায় তারা পাহাড় জয় করছে, সেই একই দক্ষতায় শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে। তিনি আরও বলেন, নারীদের সফলতা উদযাপন করতে হবে। কারণ তারা অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করেই সফল হয়। সুতরাং তাদের জন্য সব ধরনের সুযোগ উন্মুক্ত করতে হবে এবং আন্তর্জাতিক খেলায় ভালো ফলাফল পেতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বনামধন্য অভিনেতা, পরিচালক এবং ইমপ্রেস মাত্রা’র ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন এবং চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বিশিষ্ট নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আইস্ক্রীনের প্রজেক্ট ডিরেক্টর রিয়াজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও খেলোয়াড়রা, চলচ্চিত্র ও নাট্যজগতের স্বনামধন্য শিল্পী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা।