ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

নারী পাচার চক্রের ‘বস’ রাফি গ্রেপ্তার

  • আপডেট সময় : ০১:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ভারতে বাংলাদেশি তরুণীকে পাচারের অভিযোগে আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূল হোতা আশরাফুল মন্ডল ওরফে বস রাফিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব সদর দপ্তর থেকে এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়। র‌্যাবের সিনিয়র এএসপি ইমরান হোসেন বলেন, এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজার রাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে বিস্তারিত তুলে ধরা হবে। র‌্যাব জানায়, পার্শ্ববর্তী দেশে নারী পাচার এবং বাংলাদেশি তরুণীকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় বস রাফি ও তার সহযোগী সাহিদাসহ পাচার চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা মূলত রাজধানী ঢাকাসহ সারাদেশে অসহায়, গরীব পরিবারের সুন্দরী মেয়েদের দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরি দেওয়ার প্রস্তাব দেয়। পরে তারা এসব মেয়েদের জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করে। এই আদম পাচারকারিদের সঙ্গে দেশি-বিদেশি চক্র জড়িত। সম্প্রতি ভারতে এক বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতন ও ভিডিও ভাইরালে টিকটক হৃদয় বাবু জড়িত থাকলেও ওই তরুণীকে পাচারের সঙ্গে ‘বস রাফির’ চক্র সরাসরি গ্রেপ্তারকৃতরা জড়িত ছিল বলে র‌্যাব সন্দেহ করছে। বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতনের ঘটনা ও অপরাধী চক্রকে সেখানে গ্রেপ্তারের পরপরই বাংলাদেশ পুলিশ এ ঘটনার তদন্ত নামে। নির্যাতিত ওই তরুণীর বাবা হাতিরঝিল থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেন। তদন্তে বেরিয়ে আসে টিকটক হৃদয় বাবুর অপরাধ জগতের চাঞ্চল্যকর সব কাহিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নারী পাচার চক্রের ‘বস’ রাফি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক : ভারতে বাংলাদেশি তরুণীকে পাচারের অভিযোগে আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূল হোতা আশরাফুল মন্ডল ওরফে বস রাফিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব সদর দপ্তর থেকে এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়। র‌্যাবের সিনিয়র এএসপি ইমরান হোসেন বলেন, এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজার রাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে বিস্তারিত তুলে ধরা হবে। র‌্যাব জানায়, পার্শ্ববর্তী দেশে নারী পাচার এবং বাংলাদেশি তরুণীকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় বস রাফি ও তার সহযোগী সাহিদাসহ পাচার চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা মূলত রাজধানী ঢাকাসহ সারাদেশে অসহায়, গরীব পরিবারের সুন্দরী মেয়েদের দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরি দেওয়ার প্রস্তাব দেয়। পরে তারা এসব মেয়েদের জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করে। এই আদম পাচারকারিদের সঙ্গে দেশি-বিদেশি চক্র জড়িত। সম্প্রতি ভারতে এক বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতন ও ভিডিও ভাইরালে টিকটক হৃদয় বাবু জড়িত থাকলেও ওই তরুণীকে পাচারের সঙ্গে ‘বস রাফির’ চক্র সরাসরি গ্রেপ্তারকৃতরা জড়িত ছিল বলে র‌্যাব সন্দেহ করছে। বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতনের ঘটনা ও অপরাধী চক্রকে সেখানে গ্রেপ্তারের পরপরই বাংলাদেশ পুলিশ এ ঘটনার তদন্ত নামে। নির্যাতিত ওই তরুণীর বাবা হাতিরঝিল থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেন। তদন্তে বেরিয়ে আসে টিকটক হৃদয় বাবুর অপরাধ জগতের চাঞ্চল্যকর সব কাহিনি।