ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

নারী দিবসে ব্যাংককের পথে ‘অল উইমেন ফ্লাইট’

  • আপডেট সময় : ০৬:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি ‘অল উইমেন ফ্লাইট’ পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাওয়া ওই ফ্লাইটটি ওড়ানো থেকে শুরু করে এর যাবতীয় কাজ করছেন নারীরা।

বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটটি শনিবার ১১টা ২০ মিনিটে ১২০ জন যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে। বিমান বলেছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি একাত্মতা জানিয়ে এই বিশেষ ফ্লাইটটি পরিচালিত হয়েছে।

বিশেষ এই ফ্লাইটের নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা। এছাড়া ফ্লাইটের দুইজন নারী ককপিট ক্রু ছাড়াও আছেন ৫ জন নারী কেবিন ক্রু। এছাড়া ওই ফ্লাইটের প্যাসেঞ্জার চেকিং ইউনিট, পাসপোর্ট চেকিং ইউনিট, বোর্ডিং গেট, প্যাসেঞ্জার ও ব্যাগেজ লোডিং, ট্রিম শিট লোডিং এবং ককপিট ক্রু ও কেবিন ক্রুসহ প্রতিটি শাখায় নারী কর্মীরা কাজ করছেন। গত বছরও নারী দিবসে ‘অল উইমেন ফ্লাইট’ পরিচালনা করেছিল বিমান বাংলাদেশ। সেবার ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের দাম্মাম রুটে ওই ফ্লাইটে নেতৃত্ব দেওয়া সবাই ছিলেন নারী।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নারী দিবসে ব্যাংককের পথে ‘অল উইমেন ফ্লাইট’

আপডেট সময় : ০৬:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি ‘অল উইমেন ফ্লাইট’ পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাওয়া ওই ফ্লাইটটি ওড়ানো থেকে শুরু করে এর যাবতীয় কাজ করছেন নারীরা।

বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটটি শনিবার ১১টা ২০ মিনিটে ১২০ জন যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে। বিমান বলেছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি একাত্মতা জানিয়ে এই বিশেষ ফ্লাইটটি পরিচালিত হয়েছে।

বিশেষ এই ফ্লাইটের নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা। এছাড়া ফ্লাইটের দুইজন নারী ককপিট ক্রু ছাড়াও আছেন ৫ জন নারী কেবিন ক্রু। এছাড়া ওই ফ্লাইটের প্যাসেঞ্জার চেকিং ইউনিট, পাসপোর্ট চেকিং ইউনিট, বোর্ডিং গেট, প্যাসেঞ্জার ও ব্যাগেজ লোডিং, ট্রিম শিট লোডিং এবং ককপিট ক্রু ও কেবিন ক্রুসহ প্রতিটি শাখায় নারী কর্মীরা কাজ করছেন। গত বছরও নারী দিবসে ‘অল উইমেন ফ্লাইট’ পরিচালনা করেছিল বিমান বাংলাদেশ। সেবার ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের দাম্মাম রুটে ওই ফ্লাইটে নেতৃত্ব দেওয়া সবাই ছিলেন নারী।