নারী ও শিশু ডেস্ক: মালয়েশিয়ায় অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করেছেন বাংলাদেশি নারী ট্রায়াথলেট মারিয়া ফেরদৌসী আক্তার। মালয়েশিয়ার লঙ্কাউইয়ে অনুষ্ঠিত এই আসরে প্রথম কোনো বাংলাদেশি নারী হিসেবে খেলতে নেমে সফলভাবে সব কটি পর্যায়ে শেষ করেন। ৮ ঘণ্টা ১৯ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১.১ কিলোমিটার দৌড় শেষ করেন তিনি।
লাঙ্কউইয়ের রেস গ্রাউন্ড থেকে ফোনে মারিয়া বলেন, ‘আমার জন্য যেমন, আশা করি দেশের জন্যও এটা দারুণ একটি ঘটনা। মালয়েশিয়া আয়রনম্যান ৭০.৩ শেষ করতে পারার কারণেই আমি আরেকটি চমৎকার সুযোগ পেয়েছি। স্পেনে হতে যাওয়া আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে যে খেলা সেটির নাম ট্রায়াথলন। ট্রায়াথলন যারা করেন, তাদের বলা হয় ট্রায়াথলেট। একদিনের ট্রায়াথলনের কঠিন দুই প্রতিযোগিতা হলো আয়রনম্যান ও হাফ আয়রনম্যান (আয়রনম্যান ৭০.৩)। আয়রনম্যানে যে দূরত্ব অতিক্রম করতে হয় (৩.৯ কিলোমিটার সাঁতার, ১৮০.২ কিলোমিটার সাইক্লিং ও ৪২.২ কিলোমিটার দৌড়), আয়রনম্যান ৭০.৩-তে অতিক্রম করতে হয় তার অর্ধেক দূরত্ব। এটাকে তাই হাফ আয়রনম্যান নামেও ডাকা হয়। এর আগে একাধিক বাংলাদেশি পুরুষ আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করলেও কোনো বাংলাদেশি নারীর এমন সাফল্যের খবর শোনা যায়নি। হাফ আয়রনম্যান সম্পন্ন করার জন্য সময় থাকে (কাট অফ) ৮ ঘণ্টা ৩০ মিনিট। এ সময়ের মধ্যেই একজন ট্রায়াথলেটকে সাঁতার, সাইক্লিং ও দৌড় শেষ করতে হয়। মারিয়া যা শেষ করেছেন ৮ ঘণ্টা ১৯ মিনিটে। বিকেএসপির সাবেক এই শিক্ষার্থী এর আগে সাঁতার, দৌড় ও ফুটবলে তার সাফল্য দেখিয়েছেন। একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছেন এসব খেলায়।
মালয়েশিয়ার লঙ্কাউইয়ে ১২ অক্টোবর অনুষ্ঠিত এ আসরে নিজের লক্ষ্য শেষ করে বয়সভিত্তিক ক্যাটাগরিতে (১৮-২৪) মারিয়া আছেন ২ নম্বরে, নারী ক্যাটাগরিতে ৮৭ আর মোট ৫৩৯ জন অংশগ্রহণকারীর মধ্যে মারিয়া আছেন ৫০৩ নম্বরে।