নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার এলাকায় উত্ত্যক্ততা রোধে নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেছেন, শহীদ মিনার এলাকায় যেকোনো সমস্যা ও যেকোনো তথ্য ০১৭৭৭৭২০০২৯ নম্বরে যে কেউ জানাতে পারবেন। শহীদ দিবসের পরেও যেকোনো তথ্য জানানো যাবে।
গতকাল রোববার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন র্যাবের মহাপরিচালক। তিনি বলেন, শহীদ মিনার ভাঙচুর প্রতিরোধে সারাদেশে র্যাবের একাধিক টিম মোতায়েন রয়েছে। সবসময় এটি মনিটরিং করা হচ্ছে।
সারা দেশের শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে জানিয়ে সাংবাদিকদের বলেন, “যেকোনো পরিস্থিতিতে র্যাব প্রস্তুত আছে। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা শহীদ মিনারে আসব। অগ্রিম পদক্ষেপ হিসেবে শুক্রবার থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশেপাশের এলাকা ও সারা দেশে সাদা পোশাকে র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। “ডগ স্কোয়াড দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সুইপিং করা হয়েছে। বোম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে। র্যাব সদর দপ্তরের স্পেশাল ফোর্স ও র্যাবের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।”
যেকোনো সময় র্যাবের হেলিকপ্টার মুভ করাতে আমরা সক্ষম, বলেন তিনি। অবজারভেশন পোস্ট, চেকপোস্ট ও বিভিন্ন ডিউটি মোতায়েন করা হয়েছে জানিয়ে মামুন বলেন, “বোম্ব ডিজপোজাল ইউনিট, স্ট্যান্ডবাই ফোর্সের পাশাপাশি র্যাবের মেডিকেল টিমও থাকবে।
“এ ছাড়া র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স টিম কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর ও সারা দেশে কৌশলগত স্থানে তারা সাদা পোশাকে দায়িত্ব পালন করবে এবং সঙ্গে আভিযানিক দলও মোতায়েন থাকবে।”
কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে বলেন, “র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকবে।” “টহল ও সাদা পোশাকে সারা দেশে র্যাবের সদস্যরা মোতায়েন থাকবে,” বলেন তিনি। করোনাভাইরাস আক্রান্তের হার কমে এলেও মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন র্যাব প্রধান। ভার্চুয়াল জগতে গুজব, উস্কানিমূলক তথ্য ও মিথ্যা তথ্য ছড়ানো রোধ এবং সাইবার অপরাধ রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
নারী ও শিশুদের নিরাপত্তায় র্যাবের ‘জরুরি নম্বর’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ