ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

নারী ও শিশুদের জন্য দিল্লিতে হচ্ছে ‘পিঙ্ক পার্ক’

  • আপডেট সময় : ০৯:২৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে তৈরি হচ্ছে ‘পিঙ্ক পার্ক’ নামে ২৫০টি নতুন উদ্যান। তবে এই পার্কের কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই পার্কে প্রবেশ করার অধিকার নেই পুরুষদের। ১০ বছরের কম বয়সী শিশু এবং নারীরাই মূলত পার্কগুলোতে প্রবেশ করতে পারবেন। নারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এমন উদ্যোগ দিল্লি পৌরসভার।
দিল্লির বিভিন্ন জায়গায় পার্ক তৈরির কাজ এরইমধ্যে শেষ হয়ে গেছে। দিল্লি পৌরসভার ২৫০টি ওয়ার্ডের প্রতিটিতেই একটি করে পার্ক থাকবে। জানা গেছে, পার্কগুলোতে সিসিটিভি থেকে ব্যায়াম করার যন্ত্রপাতি, শৌচালয়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকছে। পুরো পার্কের দেয়াল হবে গোলাপি রঙের। দেয়ালগুলো চিত্রিত করা হবে। নারীরা যাতে নিশ্চিন্তে এই পার্ক ব্যবহার করতে পারেন, সেই উদ্দেশ্যেই তৈরি হচ্ছে পার্ক। দিল্লিতে বহু পার্ক থাকলেও সেগুলো শুধুমাত্র নারীদের জন্য নয়। সেখানে বিভিন্ন রকম সুবিধা থাকা সত্ত্বেও নারীরা সেগুলো স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সম্প্রতি একটি মডেল পার্কের উদ্বোধন হয়েছে , যা তৈরি করতে খরচ হয়েছে ২৫ লাখ টাকা। সূত্র: আনন্দবাজার

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নারী ও শিশুদের জন্য দিল্লিতে হচ্ছে ‘পিঙ্ক পার্ক’

আপডেট সময় : ০৯:২৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩

নারী ও শিশু ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে তৈরি হচ্ছে ‘পিঙ্ক পার্ক’ নামে ২৫০টি নতুন উদ্যান। তবে এই পার্কের কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই পার্কে প্রবেশ করার অধিকার নেই পুরুষদের। ১০ বছরের কম বয়সী শিশু এবং নারীরাই মূলত পার্কগুলোতে প্রবেশ করতে পারবেন। নারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এমন উদ্যোগ দিল্লি পৌরসভার।
দিল্লির বিভিন্ন জায়গায় পার্ক তৈরির কাজ এরইমধ্যে শেষ হয়ে গেছে। দিল্লি পৌরসভার ২৫০টি ওয়ার্ডের প্রতিটিতেই একটি করে পার্ক থাকবে। জানা গেছে, পার্কগুলোতে সিসিটিভি থেকে ব্যায়াম করার যন্ত্রপাতি, শৌচালয়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকছে। পুরো পার্কের দেয়াল হবে গোলাপি রঙের। দেয়ালগুলো চিত্রিত করা হবে। নারীরা যাতে নিশ্চিন্তে এই পার্ক ব্যবহার করতে পারেন, সেই উদ্দেশ্যেই তৈরি হচ্ছে পার্ক। দিল্লিতে বহু পার্ক থাকলেও সেগুলো শুধুমাত্র নারীদের জন্য নয়। সেখানে বিভিন্ন রকম সুবিধা থাকা সত্ত্বেও নারীরা সেগুলো স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সম্প্রতি একটি মডেল পার্কের উদ্বোধন হয়েছে , যা তৈরি করতে খরচ হয়েছে ২৫ লাখ টাকা। সূত্র: আনন্দবাজার