ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নারী উদ্যোক্তাদের জন্য ১ শতাংশ প্রণোদনা য়োষণা

  • আপডেট সময় : ০৬:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

অর্থনৈতিক ডেস্ক: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসএমই খাতের নারী উদ্যোক্তদের নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করে ১ শতাংশ প্রণোদনা সুবিধা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৮ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এই সুবিধা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা থাকার কথা ছিল।
২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক এই স্কিমটি চালু করে। তখন নারী-পুরুষ উদ্যোক্তারা এই ঋণ নেওয়ার অনুমতি পেয়েছিলেন। তবে এটি পরে শুধুমাত্র নারী উদ্যোক্তাদের জন্য নির্ধারণ করা হয়। সর্বশেষ এই স্কিমের পরিমাণ দ্বিগুণ করে ৩ হাজার কোটি টাকায় উন্নীত করে।
ক্ষুদ্র, অতিক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তারা এই প্রকল্প থেকে ঋণ নিতে পারবেন।

এর পাশাপাশি ব্যাংকগুলো ঋণের বিপরীতে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ নিতে পারবে। তবে শ্রেণিকৃত ঋণের বিপরীতে কোনো প্রণোদনা দেওয়া যাবে না এমন শর্ত ছিল। প্রণোদনার পরিমাণ নির্ধারণের সময় সব নিয়মিত ঋণ, বিনিয়োগের পরিমাণ ও ব্যবহারের সময় বিবেচনায় নিতে হবে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নারী উদ্যোক্তাদের জন্য ১ শতাংশ প্রণোদনা য়োষণা

আপডেট সময় : ০৬:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

অর্থনৈতিক ডেস্ক: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসএমই খাতের নারী উদ্যোক্তদের নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করে ১ শতাংশ প্রণোদনা সুবিধা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৮ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এই সুবিধা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা থাকার কথা ছিল।
২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক এই স্কিমটি চালু করে। তখন নারী-পুরুষ উদ্যোক্তারা এই ঋণ নেওয়ার অনুমতি পেয়েছিলেন। তবে এটি পরে শুধুমাত্র নারী উদ্যোক্তাদের জন্য নির্ধারণ করা হয়। সর্বশেষ এই স্কিমের পরিমাণ দ্বিগুণ করে ৩ হাজার কোটি টাকায় উন্নীত করে।
ক্ষুদ্র, অতিক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তারা এই প্রকল্প থেকে ঋণ নিতে পারবেন।

এর পাশাপাশি ব্যাংকগুলো ঋণের বিপরীতে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ নিতে পারবে। তবে শ্রেণিকৃত ঋণের বিপরীতে কোনো প্রণোদনা দেওয়া যাবে না এমন শর্ত ছিল। প্রণোদনার পরিমাণ নির্ধারণের সময় সব নিয়মিত ঋণ, বিনিয়োগের পরিমাণ ও ব্যবহারের সময় বিবেচনায় নিতে হবে।