সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারীসহ পাচঁ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। গতকাল বুধবার ভোররাতে তাড়াশ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন তাড়াশ পৌর শহরের সোনাভান বেগম (৪৫) ও ইয়ার আলী (৫১), বারুহাস ইউনিয়নের দিঘুরিয়া গ্রামের ইয়াদুল মোল্লা (৩৪), মাধাইনগর গ্রামের শ্রী সুধাংশু বড়াইক (৫৫) ও সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামের সুমন চৌধুরী (৪০)। তাড়াশ থানার এসআই সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, গত বুধবার বিশেষ অভিযান চালানো হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।