ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

নারীর স্বাস্থ্যের খেয়াল রাখবে যে স্মার্টওয়াচ

  • আপডেট সময় : ০২:৩৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : প্রযুক্তি দুনিয়ায় স্মার্টওয়াচ একটি অন্যতম সেরা পণ্য। শুধু সময় দেখার কাজেই নয় বরং স্বাস্থ্যের খেয়াল রাখতেও সহায়তা করে ব্যবহারকারীর। এবার স্মার্টওয়াচ জগতে যুক্ত হলো নয়েজের নতুন ওয়াচ নয়েজ কালারফিট পাল্স গ্র্যান্ড (ঘড়রংব ঈড়ষড়ৎঋরঃ চঁষংব এৎধহফ)।
ভারতীয় সংস্থা নয়েজের এই স্মার্টওয়াচে ঝঢ়ঙ২ সেন্সরসহ রয়েছে একাধিক হেলথ মোড। যার মধ্যে অন্যতম হচ্ছে এটি নারীর স্বাস্থ্যের খেয়াল রাখবে। নারী ব্যবহারকারীর মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার আছে এতে।
নতুন নয়েজ কালার ফিট পালস গ্রান্ড স্মার্টওয়াচটির ডিসপ্লে ১.৬৯ ইঞ্চি কালার টাচ। এতে আছে ১৫০টিরও বেশি ওয়াচফেস সহ এলসিডি প্যানেল। ফোনটিকে চালনার জন্য এর ডান ধারে ইউআই- এর ওপর দেখা যাবে নেভিগেশন বাটন।
এ ছাড়াও ওয়াকিং, রানিং, সাইক্লিং, বাস্কেট বলের মতো সাতটি স্পোর্টস মোড আছে এতে। স্মার্টওয়াচটিতে থাকছে ঝঢ়ঙ২ সেন্সর। যা ব্যবহারকারীর ব্লাডের অক্সিজেন লেভেল নিরীক্ষণ করতে সাহায্য করবে।
এ ছাড়াও ২৪/৭ হার্ট রেট মনিটর, স্ট্রেস ট্রাকার এবং স্লিপ ট্র্যাকারের মত উন্নততর ফিচারও আছে স্মার্টওয়াচটিতে। এর সবচেয়ে ভালো দিক হলো, মাত্র ১৫ মিনিট চার্জে এটি ২৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে।
শুধু তাই নয়, অ্যান্ড্রয়েডও আইওএস উভয় ভার্সনে চালিত ডিভাইসের সঙ্গেই একে যুক্ত করা যাবে। পানি ও ধুলা থেকে সুরক্ষা দিতে একটি আইপি৬৭ সহ এসেছে স্মার্টওয়াচটি।
ইলেকট্রিক ব্লু, অলিভ গ্রিন, চ্যাম্পিয়ন গ্রে ও জেট ব্ল্যাক এই ৪টি কালার অপশনে আগ্রহী ক্রেতারা বেছে নিতে পারবেন স্মার্টওয়াচটি। আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ই-কমার্স সাইট অ্যামাজনে ঘড়িটি কিনতে পারবেন।
নয়েজ কালার ফিট পালস গ্রান্ড স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ভারতীয় মুদ্রায় ৩ হাজার ৯৯৯ টাকা। তবে প্রারম্ভিক অফারে এটি পাওয়া যাচ্ছে মাত্র ১ হাজার ৯৯৯ টাকায়। সীমিত সময়ের জন্যই এই অফারটি প্রযোজ্য।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নারীর স্বাস্থ্যের খেয়াল রাখবে যে স্মার্টওয়াচ

আপডেট সময় : ০২:৩৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

প্রত্যাশা ডেস্ক : প্রযুক্তি দুনিয়ায় স্মার্টওয়াচ একটি অন্যতম সেরা পণ্য। শুধু সময় দেখার কাজেই নয় বরং স্বাস্থ্যের খেয়াল রাখতেও সহায়তা করে ব্যবহারকারীর। এবার স্মার্টওয়াচ জগতে যুক্ত হলো নয়েজের নতুন ওয়াচ নয়েজ কালারফিট পাল্স গ্র্যান্ড (ঘড়রংব ঈড়ষড়ৎঋরঃ চঁষংব এৎধহফ)।
ভারতীয় সংস্থা নয়েজের এই স্মার্টওয়াচে ঝঢ়ঙ২ সেন্সরসহ রয়েছে একাধিক হেলথ মোড। যার মধ্যে অন্যতম হচ্ছে এটি নারীর স্বাস্থ্যের খেয়াল রাখবে। নারী ব্যবহারকারীর মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার আছে এতে।
নতুন নয়েজ কালার ফিট পালস গ্রান্ড স্মার্টওয়াচটির ডিসপ্লে ১.৬৯ ইঞ্চি কালার টাচ। এতে আছে ১৫০টিরও বেশি ওয়াচফেস সহ এলসিডি প্যানেল। ফোনটিকে চালনার জন্য এর ডান ধারে ইউআই- এর ওপর দেখা যাবে নেভিগেশন বাটন।
এ ছাড়াও ওয়াকিং, রানিং, সাইক্লিং, বাস্কেট বলের মতো সাতটি স্পোর্টস মোড আছে এতে। স্মার্টওয়াচটিতে থাকছে ঝঢ়ঙ২ সেন্সর। যা ব্যবহারকারীর ব্লাডের অক্সিজেন লেভেল নিরীক্ষণ করতে সাহায্য করবে।
এ ছাড়াও ২৪/৭ হার্ট রেট মনিটর, স্ট্রেস ট্রাকার এবং স্লিপ ট্র্যাকারের মত উন্নততর ফিচারও আছে স্মার্টওয়াচটিতে। এর সবচেয়ে ভালো দিক হলো, মাত্র ১৫ মিনিট চার্জে এটি ২৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে।
শুধু তাই নয়, অ্যান্ড্রয়েডও আইওএস উভয় ভার্সনে চালিত ডিভাইসের সঙ্গেই একে যুক্ত করা যাবে। পানি ও ধুলা থেকে সুরক্ষা দিতে একটি আইপি৬৭ সহ এসেছে স্মার্টওয়াচটি।
ইলেকট্রিক ব্লু, অলিভ গ্রিন, চ্যাম্পিয়ন গ্রে ও জেট ব্ল্যাক এই ৪টি কালার অপশনে আগ্রহী ক্রেতারা বেছে নিতে পারবেন স্মার্টওয়াচটি। আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ই-কমার্স সাইট অ্যামাজনে ঘড়িটি কিনতে পারবেন।
নয়েজ কালার ফিট পালস গ্রান্ড স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ভারতীয় মুদ্রায় ৩ হাজার ৯৯৯ টাকা। তবে প্রারম্ভিক অফারে এটি পাওয়া যাচ্ছে মাত্র ১ হাজার ৯৯৯ টাকায়। সীমিত সময়ের জন্যই এই অফারটি প্রযোজ্য।