নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধান ক্ষেত থেকে শাহানাজ পারভীন প্রিয়তা (২৬) নামে একটি প্রাইভেট হাসপাতালের নারী স্টাফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়ির পিছনের একটি ধান ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রিয়তা কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট বাজার এলাকার নুরনবীর মেয়ে। স্থানীয়রা জানান, স্থানীয় কয়েকজন যুবক বাড়ির পাশের ধান ক্ষেতে ক্রিকেট খেলতে খেলে ওই নারীর মরদেহ দেখতে পায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রিয়তা বসুরহাট বাজারের একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করতেন।