ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

নারীর প্রতি সহিংসতা বেড়েছে: শারমীন মুরশিদ

  • আপডেট সময় : ০৪:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশে নারীর প্রতি সহিংসতা কমেনি বরং বেড়েছে বলে মনে করছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন মুরশিদ। এই জায়গা থেকে বেড়িয়ে আসতে হবে। সুরক্ষিত রাখতে হবে সর্বস্তরের নারী ও শিশুকে।

সোমবার (২৪ নভেম্বর) ১৬ দিনব্যাপী ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উদযাপন উপলক্ষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার পর বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের যেকোনও স্থানে নারী ও শিশুর প্রতি সহিংসতার খবর মন্ত্রণালয়ে পৌঁছানো এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রাজনৈতিক শাসকরা রাজনৈতিক স্বার্থে নারীদের ব্যবহার করে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ওয়াজে নারীদের খারাপভাবে উপস্থাপন করা হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, আমরা নারী নির্যাতন দূর করতে সারা দেশের সঙ্গে মন্ত্রণালয়ের যোগাযোগ স্থাপন করবো। পাশাপাশি এ ধরনের কর্মসূচি চলমান রাখতে হবে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।

এসি/আপ্র/২৪/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নারীর প্রতি সহিংসতা বেড়েছে: শারমীন মুরশিদ

আপডেট সময় : ০৪:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশে নারীর প্রতি সহিংসতা কমেনি বরং বেড়েছে বলে মনে করছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন মুরশিদ। এই জায়গা থেকে বেড়িয়ে আসতে হবে। সুরক্ষিত রাখতে হবে সর্বস্তরের নারী ও শিশুকে।

সোমবার (২৪ নভেম্বর) ১৬ দিনব্যাপী ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উদযাপন উপলক্ষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার পর বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের যেকোনও স্থানে নারী ও শিশুর প্রতি সহিংসতার খবর মন্ত্রণালয়ে পৌঁছানো এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রাজনৈতিক শাসকরা রাজনৈতিক স্বার্থে নারীদের ব্যবহার করে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ওয়াজে নারীদের খারাপভাবে উপস্থাপন করা হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, আমরা নারী নির্যাতন দূর করতে সারা দেশের সঙ্গে মন্ত্রণালয়ের যোগাযোগ স্থাপন করবো। পাশাপাশি এ ধরনের কর্মসূচি চলমান রাখতে হবে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।

এসি/আপ্র/২৪/১১/২০২৫