ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

  • আপডেট সময় : ০৪:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সমাবেশে বক্তারা সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় তিন শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণসহ নারীর প্রতি নিপীড়ন এবং সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানান। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ফারাহনাজ ফিরোজ সমাবেশে বলেন, “এ বিষয়টি নিয়ে কথা বলতে আমার খারাপ লাগছে।” তিনি নারী নির্যাতনের জন্য পোষাককে দায়ী করা ব্যাক্তিদের তীব্র সমালোচনা করেন।

উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান বলেন, “আইন উপদেষ্টা যে বক্তব্যে দিয়েছেন, সে অনুযায়ী আমরা আগামী তিন মাসের মধ্যে মাগুরার শিশুটির বিচার কাজের বাস্তবায়ন চাই।” বক্তরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এ সময় শিক্ষার্থীরা স্লোগানে, কবিতা পাঠে ও বক্তব্যের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানান ও ধর্ষণের শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ দাবি করেন।

‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না’- ইত্যাদি স্লোগান দেওয়া হয় সমাবেশে। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ইউনুছ মিয়া এবং বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য রুমানা হক রিতা। পরে ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি র‌্যালি প্রদক্ষিণ করে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৪:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সমাবেশে বক্তারা সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় তিন শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণসহ নারীর প্রতি নিপীড়ন এবং সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানান। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ফারাহনাজ ফিরোজ সমাবেশে বলেন, “এ বিষয়টি নিয়ে কথা বলতে আমার খারাপ লাগছে।” তিনি নারী নির্যাতনের জন্য পোষাককে দায়ী করা ব্যাক্তিদের তীব্র সমালোচনা করেন।

উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান বলেন, “আইন উপদেষ্টা যে বক্তব্যে দিয়েছেন, সে অনুযায়ী আমরা আগামী তিন মাসের মধ্যে মাগুরার শিশুটির বিচার কাজের বাস্তবায়ন চাই।” বক্তরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এ সময় শিক্ষার্থীরা স্লোগানে, কবিতা পাঠে ও বক্তব্যের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানান ও ধর্ষণের শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ দাবি করেন।

‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না’- ইত্যাদি স্লোগান দেওয়া হয় সমাবেশে। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ইউনুছ মিয়া এবং বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য রুমানা হক রিতা। পরে ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি র‌্যালি প্রদক্ষিণ করে।