নিজস্ব প্রতিবেদক: জনপরিসরে মাইকে নারীকে ‘বেশ্যা’ বলার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এনসিপির তিন নারী নেত্রী ও তিন সাংস্কৃতিক নারী ব্যক্তিত্ব।
সোমবার (৫ মে) দুপুরে অ্যাডভোকেট পলাশের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়। এনসিপির তিন নারী নেত্রীর মধ্যে রয়েছেন- সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ। সাংস্কৃতিক নারী ব্যক্তিত্বরা হলেন- উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া।
তারা গণমাধ্যমকে জানান, সরকারের প্রস্তাবনায় যেসব নারী সংস্কার কমিশন গঠনে যুক্ত ছিলেন এবং কাজ করেছেন, তাদের উদ্দেশে এমন অপমানজনক বক্তব্য বাংলাদেশের নারীদের জন্য ভয়ংকর বার্তা বহন করে।
তারা আরো বলেন, নারীর স্বাধীনতা ও জীবনমান উন্নয়নের জন্য যে প্রস্তাবনা তৈরি করা হয়েছে, তা নিয়ে দ্বিমত থাকতে পারে। তবে নারী সংস্কার কমিশনের প্রসঙ্গ টেনে জনপরিসরে কোনো নারীকে ‘বেশ্যা’ বলার অধিকার কারও নেই।
নতুন বাংলাদেশে নারীদের প্রতি এ ধরনের নিপীড়নের কোনো জায়গা নেই বলে তারা জানান। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল- তাই তারা আশা করেন, নতুন বাংলাদেশ হবে সবার জন্য সমান অধিকারপূর্ণ।