ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ০৯ মার্চ ২০২৫

নারীরা এমন নয় প্রয়োজনে ব্যবহার করবো, না হলে অপপ্রচার চালাবো: সারজিস আলম

  • আপডেট সময় : ০৮:২৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

নারীর নিরাপত্তার দাবিতে শনিবার বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সারজিস আলম- ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, নারীদের নিয়ে এমন ভাবার সুযোগ নেই যে, তাদের যখন প্রয়োজন হয় ব্যবহার করবো আর প্রয়োজন না হলে নিয়ে অপপ্রচার চালাবো।

নারীর নিরাপত্তার দাবিতে শনিবার (৮ মার্চ) বিকাল ৫টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

সারজিস অলম বলেন, ‘আমরা দেখেছি আমাদের বোনেরা যখন রাজপথে আন্দোলন করেছে তখন সবাই সমর্থন করেছে। কিন্তু তারা যখন রাজনীতিতে আসছে তখন তাদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা দলের পক্ষ থেকে স্পষ্টকরে বলতে চাই, আমরা আমাদের বোনদের এই অভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যেমন সামনের সারিতে পেয়েছি, আগামীর রাজনীতিতে পলিসি মেকিংয়েও সামনের সারিতে দেখতে চাই।’

সরকারের ব্যর্থতা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের মা-বোনদের যতটুকু সেফ অনুভব করার কথা এই মুহূর্তে ততটুকু নিরাপত্তা এই সরকার তা নিশ্চিত করতে পারছে না। আমরা গণঅভ্যুত্থানে দেখেছি, প্রত্যেকটা মিছিলের সামনের সারিতে আমার বোনেরা ছিল। যখন আমাদের মিছিলের সামনে একশ’ জন বোন দাঁড়িয়ে যেতো তখন আমারা কয়েক হাজার ভাইয়ের থেকে বেশি সাহস পেতাম। এই একশ’ জন নারীই কিন্তু খুনি হাসিনার রেজিমে কাপন ধরিয়ে দিয়েছিল।’

নারী নির্যাতনের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে সারজিস বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি, মাগুরার ছোট্ট বোন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শকুনদের দৃষ্টি থেকে আমাদের বোনদের রক্ষা করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও কীভাবে একজন বোনের ওপর এক লোক তার মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। পোশাক নিয়ে যেভাবে ইচ্ছা কথা বলেছে।’

সারজিস আলম বলেন, ‘আমরা যদি ঘণ্টার পর পর ঘণ্টা থানায় এসে দাঁড়িয়ে থাকি, আমরা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাধ্য করি, আমরা যদি একদিনের মধ্যে জামিন নিতে বাধ্য করি, এই কাজগুলো একটি রাষ্ট্র সঠিকভাবে চলার জন্য বাধা হয়ে দাঁড়ায়। আমাদের বুঝতে হবে, কোথায় কোন কথা বলতে হয়। একজনের বিশ্বাস আরেকজনের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। রাষ্ট্রকে আমাদের ঘর মনে করলে চলবে না।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে দলের পক্ষ থেকে বলি, রাষ্ট্র এক জিনিস, ধর্ম আরেক জিনিস। রাষ্ট্রকে সব ধর্মকে ধারণ করতে হয়। সব চিন্তা-ধারার মানুষকে ধারণ করতে হয়। এখানে একজন মানুষ চাইলেই তার রীতি-নীতি, বিশ্বাস অন্যজনের ওপর চাপিয়ে দিতে পারে না।’

সমাবেশে শহীদ মাসুদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস শাফাসহ জাতীয় নাগরিক পার্টির একাধিক নেতাকর্মী কথা বলেন। প্রত্যেকেই নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সরকারের প্রতি আহ্বান জানান।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নারীরা এমন নয় প্রয়োজনে ব্যবহার করবো, না হলে অপপ্রচার চালাবো: সারজিস আলম

আপডেট সময় : ০৮:২৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, নারীদের নিয়ে এমন ভাবার সুযোগ নেই যে, তাদের যখন প্রয়োজন হয় ব্যবহার করবো আর প্রয়োজন না হলে নিয়ে অপপ্রচার চালাবো।

নারীর নিরাপত্তার দাবিতে শনিবার (৮ মার্চ) বিকাল ৫টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

সারজিস অলম বলেন, ‘আমরা দেখেছি আমাদের বোনেরা যখন রাজপথে আন্দোলন করেছে তখন সবাই সমর্থন করেছে। কিন্তু তারা যখন রাজনীতিতে আসছে তখন তাদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা দলের পক্ষ থেকে স্পষ্টকরে বলতে চাই, আমরা আমাদের বোনদের এই অভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যেমন সামনের সারিতে পেয়েছি, আগামীর রাজনীতিতে পলিসি মেকিংয়েও সামনের সারিতে দেখতে চাই।’

সরকারের ব্যর্থতা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের মা-বোনদের যতটুকু সেফ অনুভব করার কথা এই মুহূর্তে ততটুকু নিরাপত্তা এই সরকার তা নিশ্চিত করতে পারছে না। আমরা গণঅভ্যুত্থানে দেখেছি, প্রত্যেকটা মিছিলের সামনের সারিতে আমার বোনেরা ছিল। যখন আমাদের মিছিলের সামনে একশ’ জন বোন দাঁড়িয়ে যেতো তখন আমারা কয়েক হাজার ভাইয়ের থেকে বেশি সাহস পেতাম। এই একশ’ জন নারীই কিন্তু খুনি হাসিনার রেজিমে কাপন ধরিয়ে দিয়েছিল।’

নারী নির্যাতনের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে সারজিস বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি, মাগুরার ছোট্ট বোন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শকুনদের দৃষ্টি থেকে আমাদের বোনদের রক্ষা করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও কীভাবে একজন বোনের ওপর এক লোক তার মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। পোশাক নিয়ে যেভাবে ইচ্ছা কথা বলেছে।’

সারজিস আলম বলেন, ‘আমরা যদি ঘণ্টার পর পর ঘণ্টা থানায় এসে দাঁড়িয়ে থাকি, আমরা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাধ্য করি, আমরা যদি একদিনের মধ্যে জামিন নিতে বাধ্য করি, এই কাজগুলো একটি রাষ্ট্র সঠিকভাবে চলার জন্য বাধা হয়ে দাঁড়ায়। আমাদের বুঝতে হবে, কোথায় কোন কথা বলতে হয়। একজনের বিশ্বাস আরেকজনের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। রাষ্ট্রকে আমাদের ঘর মনে করলে চলবে না।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে দলের পক্ষ থেকে বলি, রাষ্ট্র এক জিনিস, ধর্ম আরেক জিনিস। রাষ্ট্রকে সব ধর্মকে ধারণ করতে হয়। সব চিন্তা-ধারার মানুষকে ধারণ করতে হয়। এখানে একজন মানুষ চাইলেই তার রীতি-নীতি, বিশ্বাস অন্যজনের ওপর চাপিয়ে দিতে পারে না।’

সমাবেশে শহীদ মাসুদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস শাফাসহ জাতীয় নাগরিক পার্টির একাধিক নেতাকর্মী কথা বলেন। প্রত্যেকেই নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সরকারের প্রতি আহ্বান জানান।