ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

নারীদের ‘সঠিক সময়ে’ বিয়ের পরামর্শ আসামের মুখ্যমন্ত্রীর

  • আপডেট সময় : ১২:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ২২ থেকে ৩০ বছর বয়স, মা হওয়ার সঠিক সময়। আর তাই সঠিক সময়ে বিয়ে করা উচিত বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গত শনিবার মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে শোরগোল পড়ে গেছে। তিনি বলেন, বাল্যবিবাহ ও সময়ের আগেই মেয়েদের মা হওয়া রুখতে তার সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। একটি অনুষ্ঠানে হিমন্ত আরও বলেন, ‘আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হবে। কারণ, ১৪ বছরের কম বয়সের মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন অপরাধ হিসাবে গণ্য করা হয়। তা সে যতই সামাজিক ভাবে বিয়ে হয়ে থাকুক না কেন।’ নারীদের মা হওয়ার জন্য বেশি অপেক্ষা করা উচিত নয় বলেও মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ নারীদের মা হওয়ার জন্য খুব একটা অপেক্ষা করার ঠিক নয়। ২২ থেকে ৩০ বছর হলো মা হওয়ার সঠিক বয়স। এরপর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ইদানীং দেখা যাচ্ছে, নারীরা মা হতে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করে থাকেন। কিন্তু এটা সঠিক নয়। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে।’ হিমন্ত আরও বলেন, ‘প্রাপ্তবয়স্ক যে নারীরা এখনও বিয়ে করেননি, দ্রুত করে ফেলুন।’ গত সোমবার আসামের মন্ত্রিসভার তরফে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ১৪ বছরের কম বয়সি মেয়েদের সঙ্গে বিয়ে করা পুরুষদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হবে। তিনি আরও জানান, মা ও শিশুমৃত্যু কমাতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের ‘সঠিক সময়ে’ বিয়ের পরামর্শ আসামের মুখ্যমন্ত্রীর

আপডেট সময় : ১২:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩

প্রত্যাশা ডেস্ক : ২২ থেকে ৩০ বছর বয়স, মা হওয়ার সঠিক সময়। আর তাই সঠিক সময়ে বিয়ে করা উচিত বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গত শনিবার মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে শোরগোল পড়ে গেছে। তিনি বলেন, বাল্যবিবাহ ও সময়ের আগেই মেয়েদের মা হওয়া রুখতে তার সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। একটি অনুষ্ঠানে হিমন্ত আরও বলেন, ‘আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হবে। কারণ, ১৪ বছরের কম বয়সের মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন অপরাধ হিসাবে গণ্য করা হয়। তা সে যতই সামাজিক ভাবে বিয়ে হয়ে থাকুক না কেন।’ নারীদের মা হওয়ার জন্য বেশি অপেক্ষা করা উচিত নয় বলেও মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ নারীদের মা হওয়ার জন্য খুব একটা অপেক্ষা করার ঠিক নয়। ২২ থেকে ৩০ বছর হলো মা হওয়ার সঠিক বয়স। এরপর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ইদানীং দেখা যাচ্ছে, নারীরা মা হতে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করে থাকেন। কিন্তু এটা সঠিক নয়। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে।’ হিমন্ত আরও বলেন, ‘প্রাপ্তবয়স্ক যে নারীরা এখনও বিয়ে করেননি, দ্রুত করে ফেলুন।’ গত সোমবার আসামের মন্ত্রিসভার তরফে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ১৪ বছরের কম বয়সি মেয়েদের সঙ্গে বিয়ে করা পুরুষদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হবে। তিনি আরও জানান, মা ও শিশুমৃত্যু কমাতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস