ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

নারীদের চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী হতে হবে: মেয়র আইভি

  • আপডেট সময় : ১১:৫০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারীরা সবাই ক্ষমতাশালী এবং চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের আরও সাহসী, আত্মবিশ্বাসী ও দূরদর্শী হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘টেকসই উন্নয়নে নারী’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত একশ’ নারীর পরিচ্ছনতা ক্যাম্পেইনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
‘গ্লো অ্যান্ড লাভলী’র সহায়তায় গত মঙ্গলবার (২ মার্চ) এই অনুষ্ঠানের আয়োজন করে ইউনিলিভার বাংলাদেশ, ইউএনডিপি বাংলাদেশ এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। পৃথিবী ও পরিবেশের সুরক্ষায় প্লাস্টিক সংগ্রহ বিষয়ে সচেতনতা তৈরি করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) মূল শহরে ১০টি দলে বিভক্ত হয়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
শহরের প্লাস্টিক বর্জ্য পরিষ্কারে এমন অনুপ্রেরণামূলক উদ্যোগে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে নাসিক মেয়র আরও বলেন, ‘ইউনিলিভার ও ইউএনডিপির প্লাস্টিক সংগ্রহের এমন উদ্যোগ অনন্য এবং আমি বিশ্বাস করি এনসিসির জন্য প্লাস্টিক সংগ্রহের টেকসই এই প্রকল্প অনুসরণীয় হবে। যা শুধু উদাহরণ হয়েই থাকবে না একইসঙ্গে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার মডেল হিসেবে অনুসরণ করতে আগ্রহী হবে নগর কর্তৃপক্ষ।’
দিনব্যাপী এই ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল প্লাস্টিক সংগ্রহের প্রয়োজনীয়তা ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে স্থানীয়দের মধ্যে সচেতনতা গড়ে তোলা। এই কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত ছিল, নগরীতে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ কার্যক্রম, সচেতনতামূলক আলোচনা, বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা তৈরি, প্লাস্টিক আবর্জনার স্তূপ পরিদর্শন, নারী পরিচ্ছন্নতাকর্মীদের সম্মাননা দেওয়া প্রভৃতি।
এদিন একশ’র বেশি নারী শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে দিনটি শুরু করেন। তারা ইউনিলিভারের নারী ম্যানেজার, ইউএনডিপির নারী ও পুরুষ স্টাফ, কমিউনিটি লিডার ও এনসিসির নারী পরিচ্ছন্নতা কর্মীদের প্রতিনিধিত্ব করেন।
এ সময় আরও ছিলেন ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনের প্রধান শামীমা আক্তার, প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের পরিচালক সাকসী হান্ডা, ইউএনডিপি বাংলাদেশের লাইভলিহুডস ইমপ্রুভমেন্ট অব আরবান পুওর কমিউনিটি প্রজেক্ট (এলআইইউপিসিপি) প্রকল্প ব্যবস্থাপক যুগেশ প্রধানাং।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নারীদের চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী হতে হবে: মেয়র আইভি

আপডেট সময় : ১১:৫০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : নারীরা সবাই ক্ষমতাশালী এবং চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের আরও সাহসী, আত্মবিশ্বাসী ও দূরদর্শী হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘টেকসই উন্নয়নে নারী’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত একশ’ নারীর পরিচ্ছনতা ক্যাম্পেইনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
‘গ্লো অ্যান্ড লাভলী’র সহায়তায় গত মঙ্গলবার (২ মার্চ) এই অনুষ্ঠানের আয়োজন করে ইউনিলিভার বাংলাদেশ, ইউএনডিপি বাংলাদেশ এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। পৃথিবী ও পরিবেশের সুরক্ষায় প্লাস্টিক সংগ্রহ বিষয়ে সচেতনতা তৈরি করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) মূল শহরে ১০টি দলে বিভক্ত হয়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
শহরের প্লাস্টিক বর্জ্য পরিষ্কারে এমন অনুপ্রেরণামূলক উদ্যোগে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে নাসিক মেয়র আরও বলেন, ‘ইউনিলিভার ও ইউএনডিপির প্লাস্টিক সংগ্রহের এমন উদ্যোগ অনন্য এবং আমি বিশ্বাস করি এনসিসির জন্য প্লাস্টিক সংগ্রহের টেকসই এই প্রকল্প অনুসরণীয় হবে। যা শুধু উদাহরণ হয়েই থাকবে না একইসঙ্গে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার মডেল হিসেবে অনুসরণ করতে আগ্রহী হবে নগর কর্তৃপক্ষ।’
দিনব্যাপী এই ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল প্লাস্টিক সংগ্রহের প্রয়োজনীয়তা ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে স্থানীয়দের মধ্যে সচেতনতা গড়ে তোলা। এই কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত ছিল, নগরীতে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ কার্যক্রম, সচেতনতামূলক আলোচনা, বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা তৈরি, প্লাস্টিক আবর্জনার স্তূপ পরিদর্শন, নারী পরিচ্ছন্নতাকর্মীদের সম্মাননা দেওয়া প্রভৃতি।
এদিন একশ’র বেশি নারী শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে দিনটি শুরু করেন। তারা ইউনিলিভারের নারী ম্যানেজার, ইউএনডিপির নারী ও পুরুষ স্টাফ, কমিউনিটি লিডার ও এনসিসির নারী পরিচ্ছন্নতা কর্মীদের প্রতিনিধিত্ব করেন।
এ সময় আরও ছিলেন ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনের প্রধান শামীমা আক্তার, প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের পরিচালক সাকসী হান্ডা, ইউএনডিপি বাংলাদেশের লাইভলিহুডস ইমপ্রুভমেন্ট অব আরবান পুওর কমিউনিটি প্রজেক্ট (এলআইইউপিসিপি) প্রকল্প ব্যবস্থাপক যুগেশ প্রধানাং।