শাড়ির রকমফেরের শেষ নেই। সুতি, সিল্ক, মসলিন, তসর, ধুপিয়ান, মটকা। নামেরও আছে বাহার। সুতি শাড়ি থেকে শুরু করে বেনারসি, কাতান, বালুচরি, শিফন, জর্জেট, জামদানি, মনিপুরি ইত্যাদি। রকম বা ধরন যাই হোক, আলমারিতে নিজের একটা শাড়ি থাকা চাই-ই চাই।
নারীদের শাড়ি পরার শুরুটা হয় মা কিংবা দাদি-নানির শাড়ি পরে। আনাড়িভাবে পরা শাড়িতেই কিশোরী নিজেকে নারী রূপে দেখতে চায়। প্রেমিক বা স্বামীর কাছ থেকে প্রথম উপহার পাওয়া শাড়িটিও নারীদের কাছে বিশেষ হয়ে থাকে চিরকাল। টাকা জমিয়ে পছন্দের শাড়ি কেনার গল্পও জমা আছে অনেকের থলিতে।
নারীরা কেন শাড়ি ভালোবাসেন? শাড়ি ঘিরে তাদের আবেগই বা কী? এর উত্তরে বিভিন্ন বয়সী ও পেশায় যুক্ত নারীরা মন খুলে বলেছেন।
পেশায় শিক্ষক আরেফা রিয়া। তার মতে, শাড়ি পরলে নিজেকে আত্মবিশ্বাসী বেশি মনে হয়। তিনি বলেন, ‘ব্যস্ততার কারণে রোজ শাড়ি পরা সম্ভব হয় না। তবু সুযোগ মিললে শাড়ি পরি। মন ভালো হয়ে যায় শাড়ি পরলে। কালো রঙা শাড়ি আমার সবচে প্রিয়’।
প্রচ্ছদশিল্পী ফারিহা তাবাসসুম শাড়ি পরতে ভীষণ ভালোবাসেন। তিনি বলেন, ‘শাড়িতে আমি পরিপূর্ণ ও আত্মবিশ্বাসী। শাড়িতে অমলিন।
শাড়ির সঙ্গে প্রেমের অন্য রকম সংযোগ খুঁজে পান লিংক থ্রি টেকনোলজিস লিমিটেডের মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক ফাইরুজ সুলতানা। তিনি বলেন, ‘শাড়ি মানেই বাঙালি নারীর আবেগ ভালোবাসা, দুঃখ-সুখের স্মৃতিমাখা একটি পোশাক। শাড়িতে নারীকে লাগে অপরূপা, শাড়ি আসলে প্রেমের ডাকনাম।
রামু ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারী শিক্ষক স্বাতী কাজের সূত্রে প্রায়ই শাড়ি পরেন। এই পোশাকটিতে আনন্দ খুঁজে পান তিনি। তিনি বলেন, ‘আমার কাছে শাড়ি মানে একটা মায়া, ভালোবাসা ঐতিহ্য ও সংস্কৃতিকে মনে করা। আমি অন্য কোনো পোশাকে এতটা আরাম পাই না যতটা শাড়িতে পাই। শাড়ির প্রতিটি সুতা, প্রতিটি কাজ, প্রতিটি নকশা যেন এক একটি গল্প। একেক শাড়ির একেক গল্প আছে সেগুলো জানতে আমার ভালো লাগে। যে কোনো উৎসব অনুষ্ঠানে প্রথম ও প্রধান পছন্দ শাড়ি। শাড়িকে মার্জিত আভিজাত্যপূর্ণ ও বৈচিত্র্যময় আয়োজন মনে হয় আমার কাছে।
গৃহিণী শায়লা জামান একজন শাড়িপ্রেমী। তিনি বলেন, ‘আমার মনে হয় শাড়িতে নারীর স্নিগ্ধ যে সৌন্দর্য সেটি ফুটে ওঠে। শাড়ি আসলে নারীর সৌন্দর্যের কবিতা। শাড়ি শুধু আমার পোশাক নয়, শাড়ি আমার আত্মবিশ্বাস।’
ডিবিএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছে বিভা হক। শাড়িতে নিজেকে রানি রূপে আবিষ্কার করেন। তিনি বলেন, ‘শাড়ি এক টুকরো কাপড়Ñ যা আমাকে নিজেকে ভালোবাসতে শেখায়। আয়নায় নিজেকে রানি মনে হয়। একই সঙ্গে চিরচেনা আমি কে নতুন আত্মবিশ্বাসী আমি হিসেবে খুঁজে পাই শাড়ি পরলে।