ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

নারীকে কান ধরিয়ে ওঠবস-মারধর করা যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় : ০১:৫৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারে সমুদ্র সৈকতে এক নারীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর ও কান ধরিয়ে ওঠবস করানোর ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলাম নামের যুবককে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে (১৩ সেপ্টেম্বর) কক্সবাজার সদরের কালুর দোকান এলাকায় অভিযান চালিয়ে মো. ফারুকুল ইসলা গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ হেফাজতে থাকা যুবক মো. ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা। তিনি চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদরাসার ছাত্র। তিনি কক্সবাজারের বাহারছড়া এলাকায় বসবাস করেন। কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, সমুদ্রসৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস ও লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটে। এ রকম একাধিক ঘটনার তিনটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে শুক্রবার রাতে অভিযুক্ত ফারুকুল ইসলামকে ডিবি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হলে ওই যুবক প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেন। উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক কর্তৃক নারীকে প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত ফারুকুল ইসলামকে প্রধান করে অজ্ঞাত ৪ জনকে আসামি করে এজাহার দেন ভুক্তভোগী নারী। পরে ভিডিও দেখে ঘটনায় অভিযুক্ত মো. ফারুকুল ইসলামকে শনাক্ত করা হয়।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নারীকে কান ধরিয়ে ওঠবস-মারধর করা যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারে সমুদ্র সৈকতে এক নারীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর ও কান ধরিয়ে ওঠবস করানোর ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলাম নামের যুবককে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে (১৩ সেপ্টেম্বর) কক্সবাজার সদরের কালুর দোকান এলাকায় অভিযান চালিয়ে মো. ফারুকুল ইসলা গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ হেফাজতে থাকা যুবক মো. ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা। তিনি চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদরাসার ছাত্র। তিনি কক্সবাজারের বাহারছড়া এলাকায় বসবাস করেন। কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, সমুদ্রসৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস ও লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটে। এ রকম একাধিক ঘটনার তিনটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে শুক্রবার রাতে অভিযুক্ত ফারুকুল ইসলামকে ডিবি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হলে ওই যুবক প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেন। উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক কর্তৃক নারীকে প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত ফারুকুল ইসলামকে প্রধান করে অজ্ঞাত ৪ জনকে আসামি করে এজাহার দেন ভুক্তভোগী নারী। পরে ভিডিও দেখে ঘটনায় অভিযুক্ত মো. ফারুকুল ইসলামকে শনাক্ত করা হয়।